নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

অন্তর মহল

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬





তুমি দেখতে ভাল জানি

গুণটা ও আছে মানি

তোমার ভক্ত রাশি রাশি

খাচ্ছে কত মত্ত ফাঁশি।



তোমায় করছে সবাই মিস

লাখে তুমি ওয়ান পিস

তোমায় মিছে ভেবে ইস!

কলা গাছে খাচ্ছে কিস।



কিযে মধুর তোমার হাসি

এতো দেখি হযনা বাসি

হিংসেয় মরে পিসি মাসি

বাদ পড়েছেনা সেবা দাসি।



তোমার চুলে শ্যাম্পু দিলে

পাড়ার ছেলে ওলে ওলে

ধরছে গান কোরাজ তুলে

জানে মার্ডার ফুটা দিলে।



তোমার ঠোটের লিপ স্টিক

লাল খয়েরি পানের পিক

যাহাই তুমি লেপটে দিচ্ছ

রানি বিদ্যা সবাই তুচ্ছ।



কিযে তোমার চলার ধরন

হাই হিলের খড়ম খড়ম

ফেলছ পা কোমড় বেকে

বোলটা যেন তবলার বুকে।



আহা আহা ইস ইস

চলছে শুধু ফিস ফিস

কার মোবাইলে কাট পিস

আমায় একটু দেখতে দিস।



দিচ্ছে টহল চোর পুলিশে

অন্তর মহল এক বালিশে

দুই মিনিটের চোখের দোলা

মন মগজে হচ্ছি ঘোলা।



দেখছি রোজ আসতে যেতে

স্বপ্নে ভাসছি দুই মিনিটে

দেখছি আর হচ্ছি পাগল

ক্লথ ষ্টোরের বার্বি ডল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর.....

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১০

বাকপ্রবাস বলেছেন: :#) :#) :#) :#) ধ ন্য বা দ

২| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

অদৃশ্য বলেছেন:






বেশ হয়েছেতো লিখাটি... আপনার সিরিজটা এ্যাভোয়েড করতেই হলো... ওটা অনেকদুর এগিয়েছে তাই...


শুভকামনা...

১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০

বাকপ্রবাস বলেছেন: হুম, বড় লিখা আমার নিজেরও পড়া হয়না সময় অভাবে, ধন্যবদা অদৃশ্য, খুবই ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.