নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

দুটো মাত্র বছর, খুব কি তফাৎ তোমার আমার!

শরীরে দেখছ আমায় যাবে নাকি আরো গভীরে

যেখানে মন আমার সদ্য জন্ম নেয়া কাচা সবুজ ঘাস

তোমার দন্ত আঘাতে করবে নাকি ক্ষত বিক্ষত আমায়

অন্তর্জালায় পুড়ছি আমি নিয়ত দিমুখি সর্প বিষে হচ্ছি নিলাভ

ছোবে নাকি আমায়, একটু ছুয়ে দেখ, এই যে আমি আমার শরীর

এটাইকি সব? মন বলে কিছু নেই? তবে কেন আসো বারবার আমার কাছে

স্বপ্নে ভাসিয়ে কি মজা পাও! শরীর ছুয়ে দেখলেনা কোনদিন, কিন্তু

আমার মনের উপর তোমার মন কিংবা তোমরা মনের উপর আমার

নিয়ত হামাগুড়ি দিয়ে নিত্য আলিঙ্গন রোজ রোজ সকাল বিকেল

সবই কি মিথ্যে? সত্য নেই কোথাও! সবই কি মায়া আর কায়ার খেলা!

জানিনা জানিনা জানিনা, কিছুই আমি জানিনা, আমি নিরুপায়

তুমি গুছিয়ে নিলে তোমার সংসার, সুখি হও তোমার মতে করে

বিদায় হয়তো দেবেনা আমাাকে সেটা আমি জানি, বিদায়টা তাই নিজেই নিলাম

ভাল থেকো ঠাকুরপো, সুখে থেকো, পার যদি আমায় ভুলে থেকো

ইতি

তোমার বৌঠান, কাদম্বরী।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭

বটবৃক্ষ~ বলেছেন:
ওয়াও!!!

কি চিঠি!!!

বাস্তবতাগুলো কি সত্যিই এমন?!!

শুভেচ্ছাা~~

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

বাকপ্রবাস বলেছেন: কাদম্বরী সুসাইড করেছে রবীর বিয়ের ৪ মাস পর......

২| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫০

রাশেদ অনু বলেছেন: একটি শব্দই যথেষ্ট " অসাধারণ "

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৭

বাকপ্রবাস বলেছেন: পোষ্ট করার আগে ভাবছিলাম করব নাকি না! এটা কি কবিতা হয়েছে!! আমি সাধারণত ছন্দে লিখি

৩| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৪

রাশেদ অনু বলেছেন: মাঝে মাঝে বৃত্তের বাইরে বেড়িয়ে আসা উচিৎ। তা স্বরুপ অনুসন্ধানে সহায়ক।

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রাশেদ অনু ভাই, হুম ঠিক বলেছেন, নিজের কাছেই একঘেয়ে হয়ে যাই একই ফরমেটে থাকলে.....

৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫

শুঁটকি মাছ বলেছেন: দারুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আসলেই সুন্দর!!!!!!!!!!!!!!!!!

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন শুঁটকি মাছ

৫| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

অরুদ্ধ সকাল বলেছেন:
বৌঠানকে নমস্কার!

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

বাকপ্রবাস বলেছেন: বৌঠান এর পক্ষ থেকে আপনাকেও নমষ্কার এবং শুভেচ্ছা রইল

৬| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।

২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.