নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের শেষে রাত্রি আসে
বাবা কষে দেয় থাপ্পর,
পড়তে বসে ঘুম আসে
চেয়ার উল্টে ধুম চক্কর।
রাত্রি শেষে দিন আসে
মা কষে দেয় থাপ্পর,
বিছানাটা যায় ভেসে
জোয়ার এসে সব গড়বড়।
দুপুর শেষে বিকেল আসে
ভাইয়া হেসে দেয় থাপ্পর,
এইদিকে না ওই দিকে যা
অন্য কোথাও যাও বান্দর।
বিকেল শেষে সন্ধ্যা আসে
বোনটা কেশে দেয় থাপ্পর,
মশাটা ইশ উড়ে গেল
বিগড়ে মেজাজ হুম ধাত্তর।
২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই
মাইরের উপর অষুধ নাই
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৮
শাকিল ১৭০৫ বলেছেন: মাইর ইজ এভ্রিহোয়েয়ার