নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনকার মতো কাজের সন্ধ্যানে বের হল হাকিম আলী, কিন্তু কাজ জোটেনা প্রতিদিন, কোন কোন দিন মেলে আবার মেলেনা, এভাবে একদিন কাজ না পেয়ে ফেরত আসার পথে দেখল একটা পাখি, ডানাতে তার আঘাতের চিহ্ন, পড়ে আছে পথের পাশে, তার খুব মায়া হল, পাখিটা খাবার জোগাড় করতে না পারলে, না খেয়ে মারা যাবে। তখনই একটা শব্দ হল টুক করে, দেখতে পেল কিছু খাবার পড়ল উপর থেকে। দৈব কান্ড ভেবে হাকিম আলী তাকালো উপরের দিকে, দেখলো একটা ঈগল ঘুরে ঘুরে উড়ছে আকাশে, সে ভাবল সৃষ্টিকর্তা একটা উপায় নিশ্চই করে রাখেন সব কিছুর।
তারপর হাকিম আলী হাঁটা ধরলেন বাড়ির দিকে, বাড়ির উঠোনে যখন পা রাখল তখন আবারো একটা শব্দ হল টুক করে, দেখল ছোট একটা হাড়, আবারো সে উপরে তাকাল, একটা ঈগল আকাশে ঘুরে ঘুরে উড়ছে......
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৫১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবান জানবেন
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪
জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনার অণুগল্পগুলো পড়লাম ৷ ভালো লিখেছেন ৷ এক পোষ্টের মন্তব্যেও অনেককিছু জানলাম ৷
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন, আমি আসলে পাঠক, পড়তে গিয়ে সামটাইম কিছু লিখা চলে আসে, ভাল লাগল আপনার কমেন্ট পেয়ে
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩২
এম এস নিলয় বলেছেন: ভালো লিখেছেন