নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

দোটানা

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১০

এক একটা মুখ এক একটা কথা বলে

এক একটা চোখ অন্য রকম দৃষ্টি,

এক একটা মন এক এক রকম ভাবে

এক একটা জনম এক এক রকম সৃষ্টি।



এক একটা পথ এক এক দিকে যায়

এতগুলো পথ কোন দিকে যায়,

কোথায় তার শুরু কোথায় বল শেষ

কি আর হবে এতসব ভেবে পৃথিবীতো একটাই।



হায় ভগবান ইশ্বর আল্লাহ যিশু গৌতম

এত যুদ্ধ কেন মনে মনে আর জনে জনে,

তোমরাই বল কে অধম আর কে উত্তম

প্রশ্নটা থেকেই যায় উত্তর কে জানে?



এক একটা ফুল সৌরভ ছড়ায়

এক একটা ভুল বাড়ায় যন্ত্রণা,

ফুলের কাছে ভুল নেই কোন

মৌমাছির পাখায় পরাগের মন্ত্রনা।



এত ভাবি কেন আমি কিসের এত ভাবনা

ওলোট পালট কি সব ভাবি কেন জানিনা

হয়তো চলে যাব একদিন থাকবেনা দোটানা

যেতে হবে জানি শুধু গন্তব্য নেই জানা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর ......

২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:২৫

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বৃষ্টি ধারা
অঝোরে ঝরে যাও তুমি ঝর ঝর ঝর ঝরঝরা

২| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৫

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর +++

২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:২৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আমিনুর রহমান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.