নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# অদৃষ্ট (অণুগল্প)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩

সাত সকালে লালির কুক্কুরুক কুক ডাকে জেগে উঠে সবাই।

আজ মিথিলাকে দেখতে আসবে বর পক্ষ তাই সকাল থেকেই পুরো বাড়ি সাজ সাজ রব, দরজা জানালায় নতুন পর্দা, বিছানায় আলমারিতে তুলে রাখা এমব্রয়ডারী করা ব্যাডশীড, সোফায় বসতে দেয়া হচ্ছেনা ছোটদের, কুচকে যাবে বলে।

মিথিলাদের মোরগটার পালক ধূসর কালোর সাথে গাঢ় লালচে, তাই তাকে সবাই লালি বলেই ডাকে।

লালির আর তর সইছেনা কবে ছাড়া পাবে সে, গতকাল বেশ ভাব জমিয়েছে সুমাইয়াদের মুরগিটার সাথে, তাই প্রিয়তমার সাথে দেখা করার জন্য মন আনচান করছে খুব আজ।

মিথিলাকে পছন্দ হয়েছে কিনা সেটা আর জানা যায়নি, তবে সেদিন দুপুরে খাবারের টেবিলে হাড্ডি চিবাতে চিবাতে রান্নার খুব প্রশংসা করছিল সবাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কারো পৌষ মাস, কারো সর্বনাশ। একজনের রক্ত দিয়ে অন্যজনের সুখের নীড় গড়া হল। নিষ্ঠুর পৃথিবীতে এমন দৃষ্টান্ত অনেক আছে। আমরা সবাই স্বার্থপর। নিজের স্বার্থ চরিতার্থ করতে যেয়ে অন্যের স্বার্থ সহজেই আমরা জলাঞ্জলি দেই। ভালো লাগলো অণুগল্পটা। আমিও অণুগল্প লেখার চেষ্টা করছি। কিন্তু ঠিক পেরে উঠছি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ বাকপ্রবাস।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৩

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার অনন্য কমেন্ট টা পড়ে মুগ্ধ হলাম সেই গল্পে, ওখানে লিঙ্ক দিয়েছিলাম এখানেও দিচ্ছি, সময় সুযোগ পেলে ঘুরে আসবেন, অনুগল্পের ষ্পেলাষ্টিরা লিখছেন ওখানে, নতুনরা যেমন আছেন, অভিজ্ঞজনেরাও আছেন, লিঙক Click This Link

আর এই পেইজটাও দেখতে পারেন, আশা করি কাজে দেবে, http://kaljoyeepongtimala.com/

ধন্যবাদ জানবেন, আর শিশুদের নিয়ে লিখতে চাইলে এখানে আসলে খুশী হব Click This Link

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি ইতিমধ্যেই দুটো গ্রুপেই রিকোয়েস্ট পাঠিয়েছি আমাকে এড করে নেয়ার জন্য। আর 'কালজয়ী পঙতিমালা'কে বুক মার্ক করে রেখেছি। সময় করে ঘুরে দেখবো সবগুলো। অনেক ধন্যবাদ বাকপ্রবাস।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপনাকে আবারো, অণুগল্প গ্রুপ এ আপনি যদি না থেকে থাকেন অবশই আসবেন, সেটার এডমিন অবশ্য বেলাল হোসেন ভাই, আপনি ওখানে গেলে প্লাটফর্মটা আরো সমৃদ্ধ হবে বলে আমার একান্ত বিশ্বাস, শিশু গ্রুপে শিশুদের জন্য সম্ভব হলে লিখবেন, ছোট গল্প, ছড়া যা মন চায়, বিরক্ত করার জন্য খুবই দু:খিত, একটু আবেগ প্রবণ তাই কথাও বেশী বলা হয়

৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: শিশুতোষ লেখার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। মাঝে মাঝে কিছু শিশুতোষ গল্প লেখি। এই ব্লগে অবশ্য একটা আছে। বাকীগুলো পোস্ট দেয়া হয় নাই। সময় করে দেবো ভাবছি। অণুগল্প গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছি। কিছু লেখাও ইতিমধ্যে পড়েছি। আমাকে ফেবুতে 'ঘাস ফুল' নামে পাবেন। প্রো-পিকটা একই। তাই সহজেই চিনতে পারবেন আশা করছি। আপনাকে কী এই নামেই সেখানে পাবো? আমি মোটেই বিরক্ত বোধ করছি না। বরং খুশি হয়েছি এই ধরণের আলাপ করতে পেরে।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৮

বাকপ্রবাস বলেছেন: আমি সৈয়দ আহমেদ হাবিব নাামে আছি, আপনাকে একসেপ্ট করেছি সেখানে, আপনাকে খুবই দরকার শিশুতোষ বিভাগে, আশা করি, থাকবেন পাশে, আমার মেয়ে উমামা ৩+ ছবিতে যাকে দেখছেন, তার কথা ভেবে আমি সেই গ্রুপ এ জয়েন্ট করলাম, আমিতো পারিনা ভাল লিখতে তবে এডমিনকে কথা দিযেছি চেষ্টা করব সাধ্যমতন, আপনাকে সংগে পাব আশা করি, তাই ভাল লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.