নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী কাব্য

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩



১.

রাগ করেছ আচ্ছা

যেন খুকি বাচ্চা

এই নাও নববর্ষের

দিলাম শুভেচ্ছা।

২.

দাম শুনে কর্তা বেহুশ

ঢালছে পানি আসছেনা হুস

গিন্নির তবু এক দফা

ইলশে পান্তার ১৪২১।

৩.

রমনার বটমূলে

কি হয় না গেলে

যেতে তবু হবে

বৈশাখী উৎসবে।

৪.

বন্ধু তুমি ভাল থেকো

ভাল থেকো বান্ধবী

বৈশাখের শুরুতে

বাংলাকে মন দিবি।





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

রাইসুল সাগর বলেছেন: ছন্দময় কাব্যে ভালোলাগা। শুভ নববর্ষ। এবং শুভকামনা নিরন্তর।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫

বাকপ্রবাস বলেছেন: রাইসুল সাগর ভাই, আন্তরিক ধন্যবাদ আর বৈশাখী শুভেচ্ছা জানবেন, আপনার কাব্যগুলো খুব ভাল হচ্ছে

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: বাংলাকে তো মন দিয়ে-ই আছি। বৈশাখী কাব্য ভালো লাগলো বাকপ্রবাস। ইলিশের দাম কেমন ছিল এবার? বৈশাখ এলে পান্তা ইলিশ বড় লোকের খাদ্য হয়ে যায়, তাই আর খাওয়া হয় না। আফসোস! শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন অণুগল্প স্পেশালিষ্ট বিদ্রোহী বাঙালী, বৈশাখী শুভেচ্ছা রইল

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

একজন সৈকত বলেছেন: ভালো লাগা জানাই- নববর্ষের শুভেচ্ছা!

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৭

বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর বৈশাখী শুভেচ্ছা জানবেন হে কবি

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা!!! !:#P !:#P !:#P

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৫

বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর বৈশাখী শুভেচ্ছা জানবেন স্নিগ্ধ শোভন ভাই, আপনার ইন্টারভিউ নিয়ে পোষ্টগুলো খুব সুন্দর, ভাল লেগেছে আপনার এই গুণটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.