নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# কে বলেছে বাসতে ভাল তোকে

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪

কে বলেছে বাসতে ভাল তোকে

বিরহে কান্না কেন আসে,

কয়টা প্রেম হয় বল সফল

আছে সবাই প্রেমিক ছদ্মবেশে।

বুঝে প্রেম শুনে প্রেম হয়না

প্রেম সে'তো নিজেই পড়ে, সময় হলে সয়না

যায় কি প্রেম এড়িযে চলা, সেতো কভু হয়না

জগত জুড়ে প্রেমের খেলা, প্রেমে কে আর মজেনা।

কে বলেছে বিকিয়ে দিতে মন

বল তুই করবি কি এখন?

তোর তো আর যাবার পথ নেই

মাথা খুটে আসবেনা আর যৌবন।

চাঁদের সাথে সূর্যের প্রেম জোয়ার ভাটার খেলা

বুঝবি যদি প্রেমের মজা হবি উতালা

সৈয়দ (আ) হাবিব সে'তো মন উদাস থাকে ভান করে

ভ্রমর হযে ছুয়ে যায় ফুল পরাগ রেনুর পরে।

কে বলেছে প্রেম শরীরে

প্রেমের বাস আরো গভীরে

মন গভীরে শুনতে কি তুই পাস

প্রবাস থেকে করছি যে তোর, মনো বসবাস।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:






কে বলেছে বাসতে ভাল তোকে
বিরহে কান্না কেন আসে,
কয়টা প্রেম হয় বল সফল
আছে সবাই প্রেমিক ছদ্মবেশে।
বুঝে প্রেম শুনে প্রেম হয়না
প্রেম সে'তো নিজেই পড়ে, সময় হলে সয়না
যায় কি প্রেম এড়িযে চলা, সেতো কভু হয়না
জগত জুড়ে প্রেমের খেলা, প্রেমে কে আর মজেনা।
কে বলেছে বিকিয়ে দিতে মন
বল তুই করবি কি এখন?
তোর তো আর যাবার পথ নেই
মাথা খুটে আসবেনা আর যৌবন।
চাঁদের সাথে সূর্যের প্রেম জোয়ার ভাটার খেলা
বুঝবি যদি প্রেমের মজা হবি উতালা
সৈয়দ (আ) হাবিব সে'তো মন উদাস থাকে ভান করে
ভ্রমর হযে ছুয়ে যায় ফুল পরাগ রেনুর পরে।
কে বলেছে প্রেম শরীরে
প্রেমের বাস আরো গভীরে
মন গভীরে শুনতে কি তুই পাস
প্রবাস থেকে করছি যে তোর, মনো বসবাস।


very nice.

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন দেশ প্রেমিক বাঙালী

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: কে বলেছে প্রেম শরীরে
প্রেমের বাস আরো গভীরে
মন গভীরে শুনতে কি তুই পাস
প্রবাস থেকে করছি যে তোর, মনো বসবাস।


আপনার পুরো কবিতার ব্যাখ্যা না করে, শুধু যদি ওপরের চারটা লাইনের ব্যাখ্যাও করা হয়, তবুও অনেক কথা চলে আসবে, চলে আসবে প্রেমের সত্যিকার পরিচয়।
প্রেম হয় দুটো মনের বোঝাপড়া আর বিশ্বাসের মধ্যে দিয়ে। দুটো মনের অনুভূতি এক হয়ে যাওয়ার মধ্য দিয়ে। চাঁদ সূর্যের মতো একটা অলিখিত টানের ফলে। দেহটা যেখানে গৌণ। দূরত্বটা যেখানে কোন বাঁধা সৃষ্টি করতে পারে না। স্থান কাল পাত্র ভেদে কখনো প্রেম হয়। প্রেম হয় দুটো মনের মিলনের ফলে। আপনার কথাগুলো অনেক ভালো লাগলো বাকপ্রবাস। আমি কবিতায় খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই মন্তব্যেও বেশ সাবধানতা অবলম্বন করি। বলতে পারেন কিছুটা ডিফেন্সিভ মন্তব্য করি। আমার এই অপারগতা সুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হব। ধন্যবাদ বাকপ্রবাস।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

বাকপ্রবাস বলেছেন: লেখক বলেছেন: আপনার একান্ত পাঠক হয়ে গেছি আমি, আপনার কমেন্ট পেয়ে আপ্লুত, আসলে এটা লিখেছি উমামার আম্মুকে নিয়ে, ওরা থাকে দেশে আর আমি বিদেশে বিবাহিত ব্যাচলর, সেই ভাবনা থেকে এই কবিতা।
আপনার অণুগল্প অসাধারন আর কবিতায় আপনি এত সাবলিল যে অণুগল্পে কবিতার ছাপ এসে যায়, সব মিলে আপনার একজন একান্ত পাঠক হয়ে গেছি অল্প দিনে, সবচেয়ে বেশী ভাল লাগে পাঠক যখন ধরতে পারেনা আপনি আদ্দপান্ত ব্যাখ্যা করে দেন, এই ব্যাখ্যার বেলায় অনেকেই কৃপণ দুইটা কারনে, ব্যাখ্যা করার মতো জানা বুঝা আর অন্যের কাছে বড় হয়ে থাকার ইচ্ছে, আপনার কাছে প্রথমটা যেমন খুব আছে আর ২য়টা একেবারেই নেই, তার জন্য সেলুট আপনাকে, ধন্যবাদ জানবেন খুব করে।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: স্থান কাল পাত্র ভেদে কখনো প্রেম হয়।

লাইনটা হবে স্থান কাল পাত্র ভেদে কখনো প্রেম হয় না।
আপনার উত্তর আমি আপ্লুত বাকপ্রবাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.