নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই মিনিটে খেলাম তাড়া
দুই মিনিটে পেলাম সাড়া,
দুই মিনিটের চোখের দেখা
লাগল ঘোর নজর কাড়া।
দুই মিনিটে হচ্ছে পাপ
দুই মিনিটে হচ্ছে বাপ,
দুই মিনিটে হচ্ছে দেখ
ভ্রষ্ট ভ্রণের নষ্ট সাফ।
দুই মিনিটে চুক্তি সই
দুই মিনেটে খাচ্ছি দই,
দুই মিনেটে দিচ্ছি সবই
দিচ্ছি শুধু পাচ্ছি কই।
দুই মিনিটে শেয়ার বাজার
দুই মিনিটে সূচক বেজার,
দুই মিনিটে পূজির পাহাড়
লুটে পুটে করছে সাবার।
দুই মিনিটে আসছি বলে
দুই মিনিট গেল চলে,
দুই মিনিট আসলনা আর
জুটলনা আর পোড় কপালে।
দুই মিনিটে আসল বারী
দুই মিনিটে রৌদ্র ঝারি,
দুই মিনিটে আকাশ দেখ
রংধনু আর রং বাহারি।
দুই মিনিটে ভাংল ঘর
দুই মিনেটে আপন পর,
দুই মিনেটে লাগল আগুন
অসম প্রেমের তুফান ঝড়।
দুই মিনিটের ভাবনা আমার
দুই মিনিটে জমাট আঁধার,
দুই মিনিটে বরফ গলে
হচ্ছি শীতল পূর্ণ আবার।
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ অন্ধবিন্দু আপনাকে , পুরো বিষয়টা দুটো শব্দে এনি দিলেন ধ্বংস বা সৃষ্টি।
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: দুই মিনিটের ব্যাখ্যাটা মনে হয় অন্ধবিন্দুই সব চেয়ে ভালো দিয়েছে। এর চেয়ে উপযুক্ত কোন কিছু খুঁজে পেলাম না বাকপ্রবাস। তবে কবিতাটি ভালো লেগেছে। ইচ্ছা অনিচ্ছার একটা অন্য রকম প্রকাশ লক্ষ করলাম। ইচ্ছা থাকলে যেমন দুই মিনিতেই অনেক কিছু সম্ভব আবার অনিচ্ছায় দুই মিনিতেই কত কিছু হয়ে যেতে পারে।
১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯
বাকপ্রবাস বলেছেন: হুম আমারও সেটা মনে হল অন্ধবিন্দু যেটা দিয়েছে সেটা পুরোপুরই ধারণ করছে, এমনকি আমি নিজেও পারতামনা এমন কম শব্দে পুরো বিষয়টা নিয়ে আসা, ধব্যবাদ আপনাকে, খুব খুব খুব ধন্যবাদ রইল
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬
অন্ধবিন্দু বলেছেন:
তাহলে এই দুই মিনিটই হতে পারে ধ্বংস বা সৃষ্টির কারণ !
ধন্যবাদ, বাকপ্রবাস।