নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে...(৩২)

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২০



আগের পর্ব (৩১)

আজ সোমবার সুমাইয়ার সাথে সম্ভবত আজ শাকিলের শেষ কথা হবে, সপ্তাহব্যাপি শাকিল তার নিজের কথা বলে গেছে, কথা ছিল এই সোমবার শাকিল সোমাইয়া একটা সিদ্ধান্তে উপনিত হবে তাদের কি আর যোগাযোগ রাখার প্রয়োজন আছে! নাকি নেই।



শাকিল এর মেসেঞ্জার লিষ্টে শুমাইয়াকে দেখা যাচ্ছে সাইন ইন করা আছে, কিন্তু কেউ কাউকে নক করছেনা, ঘন্টা খানেক পর সুমাইয়া নিরবতা ভাঙ্গাল



সুমাইয়া: একটা সিরিয়াস কথা বলি?

শাকিল: হুম, বল



সুমাইয়া: তুমি কোনদিন ইশতেখারা নামাজ পড়েছ?

শাকিল: না পড়িনি, ওটা কেমন? কেন পড়তে হয়, আমাকে বল, আমি পড়ব



সুমাইয়া: ইট্স লাইক হয়েন ইউ আর ইন ডিলেমা, ইউ হেভ টু প্রে দেট, এই যেমন ধর কোন বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করা উচিত কি উচিত না সেটা যদি ডিসিশান নিতে না পারা যায়, তাহলে এই নামাজটা পড়তে হয়

শাকিল: বুজেছি, আমার মামা এটা পড়তেন, ওনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এভাবে নিয়েছেন সেটা জানি, এমনকি আমার মামাতো ভাই এর বিয়ের সিদ্ধান্তটা সেভাবে নিয়েছেন সেটা আমি দেখেছি, তুমি কি পড়েছ ইশতেখারা নামাজ?



সুমাইয়া: আমি পড়েছি কিন্তু কোন সমাধান পাচ্ছিনা

শাকিল: কি জন্য পড়েছ? আমার ব্যাপারে?



সুমাইয়া: না

শাকিল: তাহলে কোন ব্যাপারে?



সুমাইয়া: আছে একটা ব্যাপার বলা যাবেনা

শাকিল: কি হয় বললে, আজকেইতো আমাদের শেষ কথা হচ্ছে, আর কোনদিন আমাদের যোগাযোগ হচ্ছেনা, এমন করে তো আর কখনো জিজ্ঞেস করা হবেনা, আজকে না'হয় বল, একটু পর আমরা চলে যাব যে যার গন্তব্যে, কথাটা না'হয় শুনেই যাই, ধরে নিলাম আমাকে দেয়া এটা তোমার উপহার



সুমাইয়া: আমাদের গন্তব্য কোথায় সেটা যদি আমরা জানতাম খুব ভাল হতো তাইনা!

শাকিল: তুমি রাজি থাকলে অন্তত একটা গন্তব্য জানা যেত, দু'জনের একটাই গন্তব্য হতো, কিন্তু এখন অজানা, আমরা জানিনা কোথায় যাব



সুমাইয়া: হুম.....

শাকিল: উপহার চাই আমার, আমাকে উপহার দাও



সুমাইয়া: সত্যি কথা বলব?

শাকিল: সত্যিই তো বলবে, মিথ্যা কথা শুনার আমার কি দরকার পড়েছে



সুমাইয়া: আমি আপনার জন্য পড়েছিলাম



শাকিল: ধন্যবাদ, শুনে ভাল লাগল, আমি আপনাক এটা নিশ্চিত করতে পারি যে, অন্য অনেকের চাইতে আমি অনেক ভাল কিন্তু আমার সামর্থ কম এটাও সত্য, তাই আপনাকে আমি চাপাচাপি করছিনা এ ব্যাপারে, তবে দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে আপনার নামায এর জবাবটা দিক, ফলাফল যাই কেন



সুমাইয়া: শাকিল একটা সত্য কথা বলি...

শাকিল: হুম, বল



সুমাইয়া: ওই ছেলেটাও আমাকে খুব পছনদ করে কিন্তু আমি জানিনা আমি কি করব, তবে এটা সত্যি যে, এস সোন এস পসিভল আমি সংসারী হতে চাই, এভাবে একা থাকাটা আমার কাছে অসহ্য লাগছে, আই নিড এ মাই পার্টনার বিসাইড মি.......



শাকিল আর সুমাইয়া দু'জনই তখন একটা ইমোশনাল জগতে ঘুর পাক খাচ্ছিল, কিছুক্ষণ নিরবতায় কাটল সময়...



সুমাইয়া: আপনার বাসা থেকে আমাদের বাসায় প্রপোজাল অনেক আগেই গিয়েছিল তাইনা? আই মিন ইটস অলমোষ্ট ওয়ান ইয়ার এগো, ইস ইট?



শাকিল: তাই নাকি! আমি জানিনা, সত্যিকার অর্থেই জানিনা, আমি মাস দু'য়েক আগে কিছুটা শুনেছি আপনার ব্যাপারে, ভাইয়া বলেছিল, তারপর আর কথা হয়নি, তার আগে পরে কি হয়েছে, কি করে আপনার আর আমার পরিবার ব্যাপারটার সূত্রপাত করেছে এই সম্পর্কে আমার কোন ধারণা নেই



সুমাইয়া: কিন্তু আমি সব আগে থেকেই জানি, ছয় মাস আগে আমার ছোট ভাই তাকি আমাকে সব বলেছে, আমি এড়িয়ে গিয়েছিলাম, সপ্তাহ দু'এক আগে মা আমাকে ফোন করে বলল, 'মা' আমরা ফাইনাল করছি সব, আমি বললাম তোমরা যা ভাল মনে কর, কর, তারপর আপনার সাথে পরিচয়

শাকিল: তারপর!



সুমাইয়া: কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনার সাথে পরিচয়টা না হলেই ভাল হতো

শাকিল: কেন? আমি অযোগ্য বলে!



সুমাইয়া: আপনার প্রতি আমার ফিলিংসটা হতোনা

শাকিল: ডন্ট অরী, ওটা কেটে যাবে, বিয়েটা করে ফেলুন, সে যেই হোকনা কেন, নতুন একটা ব্যাপার, তখন এসব ঘোর থাকবেনা আর, তখন আমি হয়ে যাব, আউট অফ সাইট আওট অফ মাইন্ড



সুমাইয়া: শী উইল বি ভেরী লাকী হু উইল গেট ইউ

শাকিল: সেই 'শী' টা আপনি হতে চাননা, সো আমি কি করে বুঝব আপনি সত্য কথাটা বলছেন



সুমাইয়া: আমি সত্যিই জানিনা, আমার এখন কি করা উচিত

শাকিল: আপনাকে কিছু দেবার সাধ্য আমার নেই, শুধু দোয়া রইল, সুখী হোন



সুমাইয়া: হোপ ফর দ্যা বেষ্ট ফর ইউ অলসো, এন্ড আই এম শিউর সাম ওয়ান ভেরী গুড উইল কাম ইন ইউর লাইফ হু উইল নেভার টেল ইউ গাধা এন্ড সো এন্ড সো.....

আপনি খুব ভাল একটা ছেলে, এবং বোরিং ও না, খুবই মজার



শাকিল: আমার খুব কষ্ট হয় এসব কথা শুনলে, আমি হলাম ঠগ আম, তাই আমাকে শান্তনা দেবার ভাষা এটা



সুমাইয়া: আমার দূর্ভাগ্য আমি আপনার হতে পারলামনা, আমি আপনার যোগ্য না, আপনার জন্য খুব ভাল একজন অপেক্ষা করছে আমি শিউর, আমার এই হাবি-জাবি লাইফ এর সাথে আপনার মতো সুইট একটা ছেলেকে জড়াতে চাইনা আমি

শাকিল: আজ শবেবরাত



সুমাইয়া: মে বি, ডন্ট নো..আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার

শাকিল: আল্লাহ হাফেজ



সুমাইয়া: কিপ স্মাইলিং এন্ড কিপ প্রেইং ফর মি এন্ড বি গাধা এন্ড সো অন হা হা হা হা



চলবে.................



পরের পর্ব (৩৩)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.