নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# প্রেম কাব্য

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫

নিয়ত করছি প্রেম

সুযোগ পেলে করব আরো

আমার খুুশি আমার প্রেম

তোমাদের কি বলতে পারো?



প্রেম আমার অস্থিমজ্জায়

প্রেম আমার কাব্য লিখায়

প্রেমের জন্যই উমামার মা

হাপিয়ে উঠে নাইয়োর যায়।



প্রেম ছাড়া যায় কি বাঁচা

প্রেম করেইতো চলছি

প্রেমের টানেই রিটার্ন এসে

গিন্নি দিচ্ছে হাচ্ছি!



এসো ভাই করি তাই

প্রেম প্রেম খেলা

খবরদার প্রেম করবিনা

দুই দিনের পোলা।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৯

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: নিয়ত করেছি সুযোগ পেলেই প্রম খেলব

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ফারদীন নিশ্চিন্ত ভাই

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রেম কাব্য ঠিকই আছে তবে কিছুটা রম্য মনে হল। :) পড়ে মজা পেলাম।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

বাকপ্রবাস বলেছেন: হুম, ধন্যবাদ বিদ্রোহী বাঙালী ভাই, এটা আসলে কিছুদিন আগে কোন ব্লগার অথবা ফেবুতে কমেন্ট দিতে গিয়ে লিখেছিলাম তাৎক্ষকিন, পরে ভাবলাম রেখে দিই নিজের কাছে, তাই পোষ্ট হয়ে আসল

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো লাগলো।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবদা জানবেন

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ধন্যবাদ আপনাকে।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

৫| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮

অন্ধবিন্দু বলেছেন:
বাকপ্রবাস,
প্রেমে মজেছেন। প্রেম যেনো যাতনা না হয় ! ;)

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা দিল্লিকা লাড্ডু খেয়েই পস্তাই , ধন্যবাদ জানবেন অন্ধবিন্দু

৬| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩

অদৃশ্য বলেছেন:






লিখাটি পড়তে গিয়ে মনে পড়ে গেলো অনেকদিন আগের শোনা একটি গানের কথা... ইন্ডিয়ান বাংলা গান সম্ভবত

কথাগুলো এমন...

''প্রেম করো প্রেম করো
প্রেম করে প্রাণে মরো

প্রেমেই ... জীবনটা

প্রেম সুধা প্রেম জ্যোতি
প্রেম ছাড়া নেই গতি''


আপনার লিখাটি ভালো লেগেছে...
শুভকামনা...

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯

বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন, সুন্দর কমেন্ট দিয়েছেন অদৃশ্য আপনি, ভাল লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.