নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

এসএমএস কাব্য (১-৪)

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

১.

তুমি যখন সেলোয়ার কামিজ

আমি তখন উড়না,

রেখে ঢেকে রাখব তোমায়

বুঝবেনা কেউ বুঝবেনা।



২.

তোমার ঠোটে রোদ ঝিকিমিক

আমি লিপষ্টিক,

লেপ্টেসেপ্টে চাপকে চুপকে

মিথুন অর্গানিক।



৩.

তোমার চুলের খোপা

আমি সেথায় কাটা

অন্ধকারের কুসুম ঘ্রাণ

নির্জন নিরবতা।



৪.

তোমার নাকছিদ্র

আমি সেথায় ফুল

আসতে যেতে শ্বাস প্রবাহে

মদিরায় মশগুল।



এসএমএস কাব্য (৫-৯)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

নীল ভোমরা বলেছেন: মন্দনা!

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৬

বাকপ্রবাস বলেছেন: এক যে ছিল চন্দনা
আমারও মন্দ লাগতনা
ধন্যবাদ জানবেন নীল ভোমরা

২| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪

োহাম্মদ কাউছার আলম বলেছেন: valo laoglo. Thankx

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭

বাকপ্রবাস বলেছেন: োহাম্মদ কাউছার আলম ভাই
ভাল লেগেছে তাই
ধন্যবাদ দিতে চাই
ধন্যবাদ ভাইযান

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

বন্ধুহারা০০ বলেছেন: জোস হইছে.......

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বন্ধুহারা০০

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার এসএমএস কাব্য পড়ে আবার প্রেম করতে ইচ্ছে করছে। মারাত্মক হয়েছে কিন্তু বাকপ্রবাস।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

বাকপ্রবাস বলেছেন: হা হা হা আমিারও বউকে আবার বিয়ে করতে ইচ্ছে করে কিন্তু ধন্যবাদ রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.