নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি গুম হয়ে যাই
জানবেনা কেউ আর
আমায় নিয়ে টকশোতে
হবেনা তোলপাড়।
আমি যদি গুম হয়ে যাই
কার কি যায় আসে
লাশটা হয়তো ভেসে যাবে
খালে বিলের পাশে।
গুমটাই এখন নিত্য খবর
রোজ সকালে শুনি
কে জানে কার কপালে
ঘুরছে দশা শনি।
আমিও তাই জপতে থাকি
আল্লাহ তোমার শান
যায়না বলা হতেও পারে
গুমের খাতায় নাম।
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২
বাকপ্রবাস বলেছেন: আপনার নিক ছবি আর নামটা দারুণ, অন্ধবিন্দু, মুষ্ঠির ভেতর অন্ধ কিন্তু ওখানেই সবকিছু, ওখানে, আত্মবিশ্বাস, অহংকার, প্রতিবাদ সব
২| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩
মিছবাহ পাটওয়ারী বলেছেন: নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চাই। ১৫-২১ এপ্রিল আর সপ্তাহব্যাপী জাতীয় গুম উত্সব পালন করতে চাই না।
Click This Link
২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ মিছবাহ পাটওয়ারী ভাই, রাষ্ট্র, সমাজ স্বাভাবিক থাকুক এটা সবার কাম্য
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১
অন্ধবিন্দু বলেছেন:
ঠিক কথা বইলছেন।
আল্লাহ’ই ভরসা ...