![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফার্ম বলে দেশী
দেখ আমি খাসী।
খাই আর ঘুমাই
আর কাজ নাই।
দেশী বলে ফার্ম
আগা গোড়া জার্ম।
তোকে খাওয়া মানে
আয়ু যায় কমে।
ফার্ম বলে দেশী
তোর দাম বেশি।
আমাকে ছাড়া আর
জমেনা হাট বাজার।
দেশী বলে ফার্ম
বোকা এবার থাম।
মাস না যেতে
দিস মাথা পেতে।
ফার্ম বলে তাইতো
আগে ভাবি নাইতো!
কিসের করি বড়াই
মাস ফুরাতেই নাই।
দেশী বলে ভাই
দু:খ একটাই।
আমার কদর নাই
বিলুপ্ত প্রায়।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আজীব ০০৭ আপনি
২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: হা হা হা হা হা । অনেক মজা পেলাম।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র আপনি
৩| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭
অন্ধবিন্দু বলেছেন:
হাহ হা !
বিজয়ী হলো কে ?
দেশীরা বিলুপ্ত হচ্ছে বিদেশী চাপে !
ধন্যবাদ, বাকপ্রবাস।
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ জানবেন অন্ধবিন্দু আপনি, জয়টা অবশ্য ইব্রীড এর পরাজয় মানব স্বাস্থ্যের জন্য হুমকির
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭
অদৃশ্য বলেছেন:
খুবই মজা পেলাম... তবে দুইটারই একই দশা শেষমেস সেই মাথা পেতে দিতে হয়... আগে আর পরে এই যা...
শুভকামনা...
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: হুম, ঠিক তাই, একটা আগে যায অন্যটা পরে, আমরাও একদিন চলে যাবো, তবে ফার্ম খেলে একটু আগে যাবার সম্ভবনা আছে এই আরকি, ধন্যবাদ জানবেন অদৃশ্য
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০
ভিটামিন সি বলেছেন: আজকে সবাই এতো সোন্দর সোন্দর লেখা দিতাছে কেরে?
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: ভিটামিন সি বেশী খাইতাছে মনে হয় হা হা হা
৬| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
ভিটামিন সি বলেছেন: আজকে সবাই এতো সোন্দর সোন্দর লেখা দিতাছে কেরে?
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
আজীব ০০৭ বলেছেন: ভলোই লিখেছেন..........++