নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে কবিতা লিখা শেষ হলে ভাবি
মৃত্যুকে আলিঙ্গন করা যায়
এমনই এক তৃপ্তি আমাকে ঘিরে ধরে
আমি আবার চোখ বোলায় কবিতায়
আবার আবার আবার আরো একবার
যেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে
ভালবাসি বলে ধরেছিলে হাত অথচ সেদিন
আমি মৃত্যুর কথা ভাবিনি, বাঁচতে চেয়েছি তোমাকে পেয়ে
কিংবা যেদিন তোমার প্রস্থান হল আমাকে ছেড়ে
সেদিনও আমি মৃত্যুর কথা ভাবিনি, প্রস্তুত ছিলামনা বলে।
সকল অতৃপ্তি আমাকে কবিতা শিখিয়েছে কি করে মেটাতে হয় তৃষ্ণা
এমনই এক শুক্রবারের সকালে আমার একটা কবিতা উদগীরন হলে
আমি নির্দিধায় আলিঙ্গন করে নিতে পারি মৃত্যুকে।
২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫
বাকপ্রবাস বলেছেন: হুম, অন্ধবিন্দু খুবই ধন্যবাদ জানবেন, আমি জানি অনেকে এখানে কবিতার আত্মহত্যা খুঁজে পাবে, তবুও একটা বোধ যখন এল এমন তখন কলম টুকে দেয়া, বোধটাযে এলো সেটাতো আর মিথ্যে নয়, তাই সাহস করে লিখে ফেলা
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মৃত্যু নয় জীবন,
বৃষ্টিস্নাত পবন...!
কবিতায় থাকুন,
কবিতায় বাঁচুন...!
ধন্যবাদ । ++
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৯
বাকপ্রবাস বলেছেন: হুম, খুবই ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৫
এহসান সাবির বলেছেন: ভালবাসি বলে ধরেছিলে হাত অথচ সেদিন
আমি মৃত্যুর কথা ভাবিনি, বাঁচতে চেয়েছি তোমাকে পেয়ে
কিংবা যেদিন তোমার প্রস্থান হল আমাকে ছেড়ে
সেদিনও আমি মৃত্যুর কথা ভাবিনি, প্রস্তুত ছিলাম না বলে।
+++
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ এহসান সাবির ভাই
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩
অন্ধবিন্দু বলেছেন:
মৃত্যু নয়, কবি কবিতায় আলিঙ্গনে অতৃপ্ত ‘আমি’ কে বারবার ভালোবাসুক। ধন্যবাদ, বাকপ্রবাস। শুভ কামনা।