নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল করেছি ভুল করেছি, ভুল ভুল ভুল
মনের সাথে লাগল দ্বন্দ ভীষণ হুলুস্থুল।
মুক্ত হাওয়ায় তুমি যখন, উড়াচ্ছিলে চুল
সেই দেখাটাই ভুল হয়েছে, ভুল ভুল ভুল।।
এখন আমার চোখে কেবল, সেই দৃশ্য ভাসে
অবচেতন মনে শুধু আসছে ভেসে ভেসে।
কোথায় পাব তোমায় আর, কোন দরিয়ার ঘাটে
হাওয়া গেছে, গেছে চুল, সে’তো তোমার সাথে।।
ভুল করেছি ভুল করেছি, ভুল ভুল ভুল
থেকে থেকে রাত জেগে, দিচ্ছি সেই মাসুল।
জমতে জমতে মনের ভেতর জমে গেছে ঝুল
সেই থেকে মাথার ভেতর ভীষণ গন্ডগোল।।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৪
বাকপ্রবাস বলেছেন: আমার মনের ভুল গুলি সব
ফুল হয়ে ফোটে
আমার মনের ফুলগুলি সব
তোমার পানেই ছুটে
ধন্যবদা নিরন্তর হে হৃদযের কবি............
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭
অন্ধবিন্দু বলেছেন:
গণ্ডগোল পেকে গেছে ! দিনশেষ ভুলটি ফুল হয়ে যাক। এই কামনা করছি।
কবিতা পড়ে মজা পেলাম। ধন্যবাদ, বাকপ্রবাস।