নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

এসএমএস কাব্য

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫

=====(৯)=====

তোমর জন্য নীল মলাটের

ডায়রী কিনলাম সদ্য

ড্রাফ্ট বক্সে জমে রোজ

এসএমএস কাব্য।



=====(১০)=====

ইদানিং তুমি আর

আসনাতো চুল শুকাতে

তবুও আমি চোখ

রেখে যাই বেলকনিতে।



=====(১১)=====

রোজ রাতেইতো বিদ্যুৎ যায়

আমিও থাকি অপেক্ষায়

ছাদের কোনে তাকিয়ে থাকি

যদি একবার দেখা পাই!



=====(১২)=====

টোল পড়া গালে

যখন তুমি হাসো

হিংসায় পুড়ে মন

কারে ভাল বাসো!



=====(১৩)=====

সরু এই গলি দিয়ে

হেটে যাও রোজ

আমি কার অপেক্ষায়

নিলেনাতো খোঁজ।



=====(১৪)=====

বউ গেছে বাপের বাড়ি

আসবেনা আর কইয়া দিছে

শূন্য ঘরে তালা দিয়া

চাবির গোছা রিটার্ন দিছে।



মোবাইল সিম অফ দিয়া

ফুল বেটারী চার্জ দিছে

গরম মাথায় তেল দিয়া

বউ আবার রিটার্ন আইছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২০

অন্ধবিন্দু বলেছেন:
৯-১৩, বিয়ের আগে। এবং ১৪, বিয়ের পরে। অনেকটা এমন কি !
ভালো লাগছে এসএমএস কাব্য। তবে মাঝে মাঝে নীল খামের কাব্যও চাই।

শুভেচ্ছা।

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১

বাকপ্রবাস বলেছেন: হুম ঠিক বলেছেন,

যে অত্যাচার চলছে নীল খাম হলুদ হবার যোগাড় হা হা হা

ধন্যবাদ অন্ধবিন্দুর কবি

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


ছন্দের মিলগুলো দারুন লাগল ++++++

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন কান্ডারি.......(আপনি)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.