নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অতিষ্ট নাগর জীবন বাস করে
বৃষ্টি এলে রক্ষে তবে হাফ ছেড়ে।
ভাবছে কবি লিখবে ছড়া তার পরে
বৃষ্টি যখন টিনের চালে টুপ করে।।
ভাবনা আমার আছে যারা ফুট পাতে
কাটছে জীবন আধ পেটে ডাল ভাতে।
চাঁদ দেখা যায পলিথিনের ফাঁক হতে
বৃষ্টি এলে যাবে কোথায় আজ রাতে।।
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯
বাকপ্রবাস বলেছেন: ভাবছেনাতো তাদের কথা কেউ আর
ভাবছে সবাই ভাবার এমন কি দরকার
ধন্যবাদ রইল অন্ধবিন্দু বরাবর আপনার
২| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১
অদৃশ্য বলেছেন:
আপনার লিখাটি আমাকে একটু হলেও ভাবনাতে ফেলে দিলো... এতো গরম যে বৃষ্টি চাই... বৃষ্টি হলেতো এক শ্রেনীর মানুষ আরো অসহায় হয়ে যায়...
লিখাটি দারুন হয়েছে...
শুভকামনা...
২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫
বাকপ্রবাস বলেছেন: হুম, ব্রীজ এর উপর থেকে তাকিয়ে থাকি, নিচে রেল লাইন, ওখানে ষ্টেশান, পারে ঝুপরি, সেখানে মানুষ থাকে, আর আমাকে ভাবায়
ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩
অন্ধবিন্দু বলেছেন:
সকলের দৃষ্টি টিনের চালে টুপ-টাপ শব্দের ছন্দে অথচ কবির ভাবে আকুতি
বৃষ্টি এলে যাবে কোথায় আজ রাতে ...