নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ছোটদের জন্য

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

ছোটদের কথা ভাবছেনা কেউ বিশ্বটা বড়দের

ছোটদের খবর নিচ্ছেনা কেউ শূণ্যতা হৃদয়ের।।



বড়রা ভাবছে বড়দের কথা বড় বড় স্বপ্ন

বড়রা তাই নিজেদের নিয়ে আছ খুব মগ্ন।।



ছোটদের নেই লোভ লালসা কিংবা মরণ যুদ্ধ

ছোটরা তাই কথায় কথায় হচ্ছেনা ভীষণ ক্ষুদ্ধ।।



বড়রা দেখ হারিয়ে খুঁজে কোথায় গেছে শান্তি

মরিচিকার পিছু ছুটতে গিয়ে মিলেছে বিষাদ ক্লান্তি।।



বলছি কি তাই চল সবাই আবার ছোট হয়ে যাই

ছোট্ট বেলায় যাব ফিরে বড় হয়ে আর কাজ নাই।।





(কবির সুমনের একটা গান বড়দের জন্য লিখে লাব নেই থেকে আমার এ ভাবনা)



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

বাংলার পাই বলেছেন: বলছি কি তাই চল সবাই আবার ছোট হয়ে যাই
ছোট্ট বেলায় যাব ফিরে বড় হয়ে আর কাজ নাই।------------অসাধারণ।


খুব খুব ইচ্ছে করে আবার ছোট হয়ে যায়। তাহলে বর্তমানের বস্তা পচা রাজনীতি আর মানবতার আবক্ষয়টা নিয়ে কোন মাথা ব্যথা থাকত না। জীবনটা সাবলীল ভাবে চলতে পারত।

০১ লা মে, ২০১৪ রাত ২:২২

বাকপ্রবাস বলেছেন: কবির সুমন এর গানটা পারলে শুনবেন, বড়দের জন্য লিখে কাজ নেই...............অসাধারন, মন জুড়িযে যাবে, ধন্যবান জানবেন বাংলার পাই

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

এহসান সাবির বলেছেন: দারুন।

০১ লা মে, ২০১৪ রাত ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: এহসান সাবির ভাই ধন্যবাদ জানবেন, প্রতিটা ভাল লাগা একটা নতুন লিখার প্রেরণা হিসেবে কাজ করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.