নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবুরা আজ গাইবে শুধু
মে দিবসের গান
মিষ্টি কথায় ভুলিয়ে দেবে
জুড়িয়ে যাবে প্রাণ।
বাবুরা আজ আমাদের দলে
সাম্য বাদের ঝান্ডা
সূর্যটা একটু হেলে গেলে
হযে যাবে ঠান্ডা।
কাল থেকে শুরু আবার
শ্রমিক ঠকাও নীতি
বাবুরা আবার বদলে যাবে
থাকবেনা প্রেম প্রীতি।
তবুও আমরা স্বপ্ন দেখি
দেখেই যেতে চাই
আমাদের তাই শ্লোগান আজকের
মালিক শ্রমিক ভাই।
০১ লা মে, ২০১৪ রাত ৮:৪৩
বাকপ্রবাস বলেছেন: ভাই আমার সজল আহমদ (খ)
সালাম জানায় ভাই
ঘুরতে ঘুরতে ঘুরতে আবার
দেখা হযে যায়।
২| ০১ লা মে, ২০১৪ রাত ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটা দুঃখজনক ।
০১ লা মে, ২০১৪ রাত ১১:৩০
বাকপ্রবাস বলেছেন: রানা ভবন এর কাহিনি শেষ, কে কোথায় আছে কে রাখে কার খবর, মে দিবস উপলক্ষে একটু কথাবার্তা হবে সেটা বা কম কিসে সেই আশায় থাকা আর কি, ধন্যবাদ জানবেন সেলিম আনোয়ার ভাই............
৩| ০১ লা মে, ২০১৪ রাত ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটা দুঃখজনক ।
৪| ০১ লা মে, ২০১৪ রাত ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটা দুঃখজনক ।
৫| ০২ রা মে, ২০১৪ রাত ১:৫৫
অন্ধবিন্দু বলেছেন:
বাবুরা আবার বদলে যাবে
থাকবেনা প্রেম প্রীতি।
বাবুরা আজকের মত থেকে যাক। মালিক শ্রমিক ভাই ভাই ...
ধন্যবাদ কবি।
০২ রা মে, ২০১৪ ভোর ৫:২২
বাকপ্রবাস বলেছেন: হুম ঠিক বলেচেন বাবুরা আজকের মত থেকে যাক। প্রয়োজনে সুপার গ্লু, ধনবাদ আপনাকে, খুবই ভাল থাকবেন সেই কামনা রইল
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
সজল আহমদখ বলেছেন: ভাই এখানেও আপনার কবিতা পাবো আশা করিনাই।খুব ভাল লাগছে আপনায় পেয়ে।