নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুঠো মুঠো রৌদ্র আসে জানলা দিযে শোবার খাটে
পর্দাটাও উঠছে দোলে আসা যাওয়ার বায়ূ পথে।
দুটো চড়ুই কিচির মিচির ঠোটে নিয়ে খড়খুটো
শুয়ে তুই ভাবছিলি কি? নাকি সম্পর্ক টানার ছুতো।
মেঘে মেঘে বেলা শেষে সন্ধ্যা হলে বৃষ্টি আসে
আরশিটা ভেড়াও যখন উতালা মন দীর্ঘশ্বাসে।
দু'ফোটা বৃষ্টির জল গড়ালে জানলায় কি আর হতো
কেন যে টানলি আড়শিটা? নাকি সম্পর্ক টানার ছুতো।
০২ রা মে, ২০১৪ রাত ৮:১৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ সজল আহমদখ ভাই
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২
সজল আহমদখ বলেছেন: চমত্কার