নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরীবের ভাত নাই
কুকুরে পায় ভাগ
গরীবের অহংকার নাই
নেই হত বাক।
ধনীর সব আছে
চাই আরো আরো
ধনীর অভাব আছে
আছে অহংকার ও।
মধ্যবিত্তের সব আছে
আবার কিছুই নাই
স্বপ্নটা তোলা আছে
উকি দিযে যায়।
০৫ ই মে, ২০১৪ রাত ১২:০৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ আপু, হুম, অনেক ধনী মনে করেন টাকা দিয়ে সব কেনা যায়, আমাদের দেশের ক্ষেতে এটার একটা কারন হতে পারে এ জন্য যে, তারা অবৈধ উপায়ে ধনী হয়েছে এটা একটা কারন আর যারা বংশগত ভাবে ধনী যেমন পিতা সূত্রে পুত্র তাহলে পিতা নিশ্চয় পুত্রকে এ ব্যাপারে গড়ে তুলেনি, পুত্র পিতা সহ পারিপার্শ্বিক পরিবেশকে অনুকরর করেছে.....
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৩২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধনীর শুধুই টাকার অহংকার আছে-----আর কিছুই নাই।
টাকা দিয়ে মনে করে সবাই তার গোলাম------