নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতে হবে ব্যালটে সিল
দিনে হবে ভোট,
সন্ধ্যা বেলায় রেজাল্ট শীটে
গভর্ণমেন্টের জোট।
সকাল বেলা ধাওয়া হবে
থাকবে পুলিশ চুপ,
দুপুর বেলা খাওয়া হবে
চিকেন চিকেন স্যুপ।
বিকাল বেলা চা হবে
চুবিয়ে খাবে টোষ্ট
বাদ প্রতিবাদ করলে কেউ
তক্তা পেটা রোষ্ট।
০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:২৯
বাকপ্রবাস বলেছেন: গণতন্ত্র মানে হল বিরোধী দল থাকবেই, এটা যদি সরকার না বুঝে তাহলে এটা গণতন্ত্র নয়, তখই এই ছড়া হারাবে তার ঠিকানা, জনগণ সবসময় সরকার বিরোধী বোধ হয়, বিরোধী দল যখন সরকারে যাবে তখনো এই ছড়া তার প্রাসঙ্গীকতা হারাবেনা, সরকারকে শুধরে দেবার জন্য এই ছড়া, এটা যদি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে সেই গণতন্ত্রের কি দরকার। ধন্যবাদ নিজাম ভাই, বিরোধী দল যখন সরকারে যাবে তখন এই ছড়াই আসবে হয়তো ভিন্ন ছন্দে কিন্তু আবেদন একই সেই দৃষ্টিকোণ থেকে পড়লে আমিও একটু বাঁচি
২| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪১
একজন ঘূণপোকা বলেছেন: বাদ প্রতিবাদ করলে কেউ
তক্তা পেটা রোষ্ট।
০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:৩১
বাকপ্রবাস বলেছেন: একজন একজন ঘূণপোকা বুঝে তক্তাপেটা কাকে বলে
বুঝেনা বোকা জনগণ
তাইতো তারা মন্দের ভাল খোঁজে
পেরেশান হয় মন
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪১
এ এম এম িনজাম বলেছেন: নির্বাচন নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি সরকারের জন্য ইতিবাচক নয়।
নেতিবাচক কিছু সরকার পছন্দ করবেনা।