নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পুড়তে পুড়তে পোড়াতে জানি
আমি মরতে মরতে বাঁচতে জানি
আমি জানি কি করে কাঠ পুড়ে কয়লা
আর আমি সব জানি কার হাতে রেখেছে হাত শায়লা।
আমি কাঁদতে কাঁদতে হাসতে জানি
আমি ডুবতে ডুবতে ভাসতে জানি
আমি জানি কি করে ঘুরে যায় হাওয়া
আর আমি সব জানি কি এখন যুগের চাওয়া।
আমি টানতে টানতে ঘানি টানাতেও জানি
আমি ঘামতে ঘামতে মুছি জীবনের গ্লানি
আমি জানি সুখের ভেলা কি করে ভাসে
আর আমি সব জানি পূর্ণিমা রাত্তিরে কেন আসে।
আমি মানতে মানতে মেনে নিয়েছি সব
আমি বুঝতে বুঝতে বুঝিনা তোমাদের উৎসব
আমি লড়তে লড়তে নিয়েছি মেনে হার
আর আমি নিলাম বিদায় তোমাদের শহরে আসবনা আর।
©somewhere in net ltd.