নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

গুডবল বেডবল

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯



ফুটবল জ্বরে দেখ কাপে গোটা বিশ্ব

কেউ হয় কলা গাছ কেউ আবার নিঃস্ব।

ফুটবল নিয়ে চলে জুয়ার আসর

পসরা সাজায় কেউ ক্ষনিকের বাসর।।



ফুটবল গোল তাই পায়ে পায়ে ঠেলে

দুই দল ছুটোছুটি জড়াতে চায় জালে।

চুপ চুপ নিশ্চুপ ধুপ ধুপ কাঁপে বুক

এই বুঝি হয়ে গেল কাউন্টার এক চোট।।



উত্তেজনায় বাড়ে প্রেসার ঘুম হয়না রাতে

নাওয়া খাওয়া ছাড়ে কেউ স্বপ্ন বেঘাতে।

পত পত উড়ে আবার পতাকা মিছিলে

হাতা হাতি হয়ে যায় দলে কোন্দলে।।



ফুটবল বেডবল ভাবনার কিছু নাই

ফুটবল গুডবল এটাই হওয়া চাই।

খেলাতে হারজিত মেনে নিয়ে আমরা

বাদ বিবাদ ভুলে হব প্রাণের ভোমরা।।



বিশেষ দ্রষ্টব্য : কোন দেশ বা দলের সমর্থন ঘোষনা করে পোষ্ট না দেয়াই ভাল। খেলা নিয়ে কোন প্রকার তির্যক/ব্যাঙ্গাত্মক/উস্কানী মূলক/অপমানজনক কমেন্ট ও তার জবাব না দেয়াই উত্মম হবে বলে আমি মনে করি । আপনারা কি বলেন ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: ফুটবল বিশ্বকাপ এমনই আকর্ষনীয় যে মানুষ উন্মত্ত হয়ে পড়ে । এই অবস্থায় কিছু তির্যক/ব্যাঙ্গাত্মক/উস্কানীমূলক/অপমানজনক/শ্লেষাত্মক/রসাত্মক কথাবার্তা চলেই আসে । ;)


ছড়া ভালো লেগেছে ।

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

বাকপ্রবাস বলেছেন: হুম, খুবই উত্তেজনাকর খেলা ধন্যবাদ জানবেন মামুন রশিদ ভাই

২| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫০

অপ্রতীয়মান বলেছেন: ফুটবল বেডবল না হয়ে ফুটবল গুডবল হয়েই আসুক..... :)

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

বাকপ্রবাস বলেছেন: সেটাই প্রত্যাসা, খুবই ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.