নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবিরাম বৃষ্টি টুপটুপ ঝমঝাম
চলছেনা রিকশা কিংবা টমটম
হাটুজল ছাড়িয়ে কোমরের নিশানা
নিচতলা ডুবে আছে দুই তলা ঠিকানা।
যাব কি যাবনা স্কুল কলেজে
অপিসে যেতে হবে পেটের গরজে
হাতে নিয়ে এক্সট্রা জামা আর ছাতাটা
শরীরটা ভেসে যাক; ঠিক থাক মাথাটা।
সব দোষ নন্দ ঘোষ নগর পিতার
ভোট কেন দিয়েছিলাম ভাবছি তিনবার
রাখছিনা খবরটা নালা আর নর্দমা
বেদখলে হয়ে গেছে বিল্ডিং কারখানা।
আমাদের মেয়র মঞ্জুর নাম তার
চুপচাপ বসে আছে কাজকাম নাই আর
আসুন তায় উপায় নাই নিজের বুদ্ধিতে
নৌকাটা ভাসিয়ে দিন যাওযা আসার রাস্তাতে।
২৪ শে জুন, ২০১৪ ভোর ৪:২১
বাকপ্রবাস বলেছেন: তাইতো বলছি
পানির উপর ভাসছি
২| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
শহরের রাস্তায় নৌকা দেখতে বেশ ভালো লাগবে।
২৪ শে জুন, ২০১৪ ভোর ৪:২২
বাকপ্রবাস বলেছেন: শহরের রাস্তায় নৌাকার বহর
বাহবা সাবাস আমাদের মেয়র
ধন্যবাদ ভাইযান
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কি আর করা । নৌকা বানিয়ে নিন ------