নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষক আমজাদ দুরারোগ্য ব্যধিতে
ভূগছিল বহুকাল কাজ হয়না ঔষধে।
শেষমেষ নিরুপায় খোঁজ পেল জার্মানে
পথ্যটা আনতে হবে খেতে হবে নিয়মে।
কৃষক আমজাদ হয়ে গেছেন সুস্থ
সেই থেকে হয়ে আছে জার্মান অনুরক্ত।
এবারের বিশ্বকাপ ফুটবলের আসরে
জার্মান দাপটে কাপ নিল নিজ ঘরে।
কৃষক আমজাদ করে আছে কান্ড
পতাকা বানাল তিন কিলোমিটার প্রাকন্ড।
ছিলনা তার কাছে অত শত জমা টাকা
জমিটা বেঁচে সে বানিয়েছিল পতাকাটা।
কৃষক আমজাদ খবরের শিরোনাম
সবার মুখে মুখে আমজাদ এক নাম।
খবরটা পেয়ে তাই ছুটে এলো দূতাবাস
আমজাদের নাম এখন দেশে ছেড়ে পরবাস।
কৃষক আমাজাদের এবারের ঘোষণা
হবে এবার ভূরিভোজ এটাই বাসনা।
গ্রামের যত লোক খেয়ে যাবে পেট পুরে
সবার মুখে হাসি চাই থাকবেনা গোমরা করে।
কৃষক আমজাদ বাংলার প্রতিক
আবেগ আর ভালবাসার জ্বলন্ত প্রদিপ।
গ্রামের সবাই খুশি সকলে মিলে
ভাসিয়ে দিল তাকে দুধে গোসলে।
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা খুবই ধন্যবাদ জানবেন বিদ্রোহী ভৃগু
২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪২
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
বাকপ্রবাস বলেছেন: কোরবানীর ঈদের অগ্রীম শুভেচ্ছা জানবেন ভাইযান
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
নিয়ে আমজাদের ভালবাসা,
বাকপ্রবাস ছড়া লিখেছেন খাসা