নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# জাতীয় সম্প্রচার নীতিমালা

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৯



লিখে যান অনায়াসে মনে যা আসে

বলে যান হাসি মুখে যত সমালোচনা

কে বলেছে কন্ঠ রোধ নদীতে লাশ ভাসে

মিথ্যে কথা সব ওসবে কান দেবেন না।



ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়

পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।



এই যে আমরা দিন রাত খেটে

কার জন্য করছি সব এতো আয়োজন

সংবিধান ঝেড়ে ঝুড়ে কেটে আর ছেটে

এইতো সেদিন মেন্ডেট দিল জনগণ



ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়

পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।



টক শো টক ভীষণ কি সব বলে

পেপার পত্রিকার আজে-বাজে কলাম

ফেইসবুক টুইটার গুটিয়ে জালে

দেখে নিও বাক-স্বাধীনতার হবেনা নিলাম।



ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়

পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ জাতীয় সম্প্রচার নীতিমালা।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:১৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড় ভাই

২| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৩

সোহানী বলেছেন: একেবারে ১০০% সঠিক ......

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:১৯

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

৩| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: অতি সত্য কথা।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:১৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ এবঙ শুভেচ্ছা জানবেন

৪| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালোই বলেছেন :) ++++

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২০

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন শোভন ভাইয়া

৫| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ডি মুন বলেছেন: ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়
পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২১

বাকপ্রবাস বলেছেন: নো চিন্তা শুধু চোখ মুখ বন্ধ রাখতে হবে, ধন্যবাদ মুন ভাই

৬| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: পাখি শব্দ এখন একটি নিষিদ্ধ শব্দ । এডিট করুন আপনার পোস্ট ।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২২

বাকপ্রবাস বলেছেন: আপনারা আছেন না, আল্লাহ ভরসা, ধন্যবাদ জানবেন বড় ভাই

৭| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার দর্শন ।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: কলমের কালি শেক করলেন কেন? মাছ কয়টা ধরলেন? ধন্যবাদ জানবেন খুব করে

৮| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: না না না পাখিরা সোনার খাঁচায় সুখে থাকে না , বাঁশ ,লোহা বা সোনা সবই পাখিকে বন্দি করার ফন্দি এটা পাখি ভালই বোঝে ।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৭

বাকপ্রবাস বলেছেন: পাখীরে তুই উড়ে গেলে সোনার খাচা রইবে শূন্যে পড়ে
তখন কি আর আমার কথা ভাববি তুই আপন করে
তুই ছাড়া কেইতো আমার এমন আপন আর
তু্ইযে আমার রোদ তেল তেলে শুকোতে দেয়া বৈয়ামের আচার

৯| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৭

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল

১০| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: একদম আমার মনের কথাটা পেলাম আপনার মাইক্রো পদ্যে .. ;)

টক শো টক ভীষণ কি সব বলে
পেপার পত্রিকার আজে-বাজে কলাম
ফেইসবুক টুইটার গুটিয়ে জালে
দেখে নিও বাক-স্বাধীনতার হবেনা নিলাম


৩য় প্লাস!!

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৮

বাকপ্রবাস বলেছেন: দাদা একটা স্পেশাল ধন্যবাদ

১১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
চলেন কক্সবাজার ঘুরে আসি

১২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১২

শক্তপাল্লা বলেছেন: ভাল বলেছেন , সহমত

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ শক্তপাল্লা
ভয়ে আছি
যাবেনাতো কল্লা?

১৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সহমত এক্কেবারে....! :) অসাধারণ :)

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩১

বাকপ্রবাস বলেছেন: আপুমনি ধন্যবাদ নেবেন এক মন

১৪| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

ফারগুসন বলেছেন: নীতিমালা প্রয়োজন তবে এমন বাঁশ নয়।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৮

বাকপ্রবাস বলেছেন: উৎকন্ঠিত, স্বাধীনভাবে লিখতে পারবো কিনা’
গোলাম সারওয়ার :

সবাই ভয়ে আছে
কে আবার ফেসে যায়
মান্দার গাছে

১৫| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৫

বাংলার পাই বলেছেন: এই ধরণের নীতিমালা কারো কাম্য নয়।

২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৬

বাকপ্রবাস বলেছেন: হুম, সবাই ভয়ে আছে

১৬| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১১

জাফরুল মবীন বলেছেন: লিখিতে পারি না আজ/সদা ভয় করছে কাজ/সংশয়ে সংকল্প সদা টলে/নীতিমালা না ফাঁস লাগায় গলে!

২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০৯

বাকপ্রবাস বলেছেন: ভয় ভয় ভয়
যদি নীতিমালা ভংগ হয়

(ধন্যবাদ জানবেন)

১৭| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো অনেক ---

২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:১২

বাকপ্রবাস বলেছেন: বলতে কি চাও মনের কথা ত্রুটি বিচ্যুতি সমাজের
শুনাতে কি চাও হক কথা উচিত আর অনুচিতের
বদলাতে কি চাও নিয়ম কানুন যদি রাষ্ট্র রূদ্ধময়
ভয় ভয় ভয় যদি নীতিমালা ভংগ হয়!

(ধন্যবাদ জানবেন)

১৮| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর ভাবে উপস্থাপন করেছেন...

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বাপ্পী ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.