নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ভাল আছো জেনে ভেবনা আমি হিংসায় পুড়ি
আমি হয়তো ভাল নেই মন্দে আমার দিন কাটে
আমি নয়তো পরশ্রী কাতর ছিলামনা কভু হিংসুটে
তুমি সুখে আছো জেনে ভেবনা আমি আক্ষেপ করি।
আমি ভেবে সুখ কুড়ায় প্রিয়া ছিলে তুমি একদিন
তুমি গিয়েছ চলে তোমার মতো হিসেব নিকেশ করে
তুমি গিয়েছ ভুলে তোমার যতো অন্ধকার আলোতে ঝেড়ে
আমি তবু হিসেব করিনা কার আছে দেনার ঋণ।
তুমি ভাল আছো তুমি ভালো আছো ভাল থেকো
তুমি যদি সুখ পাও আমার বিরহে হও সুখী
আমি তবে দুঃখ নিলাম বেছে, হলাম অস্ত মুখী
আমি ভাল নেই আমি ভালো নেই মনে রেখো।
২| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো। ভালোবাসায় এসব ভালোমানুষির কোন দাম কি আছে ?
৩| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০
তারার রাত বলেছেন: সুন্দর কবিতা ............
৪| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভালবাসার মানুষেরা ভাল থাকুক, ভাল কাটুক তাদের সময় ---কবিতাটি ভাল লেগেছে
৫| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৯
ধূর্ত উঁই বলেছেন: +++++++
৬| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৮
বাংলার পাই বলেছেন: দারুন লিখেছেন। শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯
আমি স্বর্নলতা বলেছেন: ভালো লাগল।