নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোৎস্নাটা ঠিক আসে
জানলার কোনটায়
মন আমার টুপ করে
ছুটে যায় ছুটে যায়।
জোৎস্নার গা ছুঁয়ে
করি অবগাহন
মন আমার ঝিঁঝিপোকা
তেমনই উচাটন।
চাঁদটা ভেসে যায়
চোখ রাখি জানালায়
মেঘগুলো হেসে হেসে
ভেসে যায় ভেসে যায়।
আসে রোদ বৃষ্টি
জানালার কাঁচটায়
মন আবার ছুটে যায়
কবিতার খাতাটায়।
কত কি ভেবে যাই
মনের এই জানলায়
তোমাকেও দেখেছিলাম
স্মৃতিটা ভোলা দায়।
২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩
বাকপ্রবাস বলেছেন: আপু ধন্যবাদ জানবেন খুব করে
২| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো লাগলো....
২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল
৩| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++ ভালো লাগলো।
২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন স্নিগ্ধ শোভন ভাই
৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩০
জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ!
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন জাফরুল মবীন ভাই
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বা্হ মিষ্টি একটি কবিতা পড়লাম