নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হণ্য হয়ে খুঁজতে থাকি মনটা আমার কোন খানে
চোখে মুখে বুকের মাঝে মনটা আমার কোন কোনে
কাঁপে কেন বুকের মাঝে যখন আমি একা থাকি
ইচ্ছে করে হাতে নিয়ে মনটা খুলে একটু দেখি।
মনটা আমার দেখতে কেমন লাল সাদা নাকি নীল সবুজ
মনের বুঝি রঙ হয় কভুু বুঝিনা ছাই বুঝ অবুঝ
দেহের ভেতর মন আমার কার হাতে এই মনের ভার
আমার তো নেই ইচ্ছে শাসন মনের উপর অধীকার।
মনটা আমার কোথায় থাকে কোথায় করে নাওয়া খাওয়া
চায়না কিছুই, নেইতো তার কোন কিছুর চাওয়া পাওয়া
তবুও আমার ইচ্ছে করে মনটা খুলে একটু দেখি, একটু দেখি
মন রাখেনা মনের খবর ধরতে গেলে কেবল ফাঁকি, কেবল ফাঁকি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
বাকপ্রবাস বলেছেন: হুম, ধন্যবাদ জনাবেন
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪
কলমের কালি শেষ বলেছেন: এই জটিল জিনিষটা নিয়ে গবেষনা করে যুগে যুগে কত কবি কুপকাত হয়েছেন । কিন্তু তার গবেষনা দিব্বি চলছে এবং চলবে । এই এক আজিব উপকরন কবিদের জন্য ।
মন খোঁজা নিয়ে কবিতাটি ভাল লাগলো ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
বাকপ্রবাস বলেছেন: আপনাকে খুব করে ধন্যবাদ কলমের কালি শেষ
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +
শুভকামনা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
বাংলার পাই বলেছেন: মানুষের মন বোঝা বড় দায়। কবিতা চমৎকার।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
বাকপ্রবাস বলেছেন: আচ্ছা করে ধন্যবাদ নেবেন
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা...।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: মানব মন বড়ই জটিল জিনিস রে ভাই।