নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে বলেছে কালো তুমি দেখার ভুল
তোমার গুণে বিজ্ঞাপনে হুলুস্থুল
সবাই কেবল ফর্সা খুঁজে তলে তলে
তুমি কিন্তু দাঁড়িয়ে থেকো আত্ম বলে।
নারী তুমি ভুল বোঝনা তুমিই সেরা
আমরা আছি বানিয়ে দেব নজর কাড়া
স্নো পাউডার কোনটা মাখো কোন ব্র্যান্ড এর!
শাড়ীর উপির ব্লাউজ হবে লজ্বা কিসের?
আমরা আছি তোমার পাশে সবসময়
আমরা চাই ফর্সা কালো ব্যাপার নয়
এবার তুমি দেখিয়ে দাও দেখুক সবাই
কালো বলে গুটিয়ে থাকার সময় কোথায়!
আসলেইতো ফর্সা কালো ব্যাপার নয়
পুঁজিবাদে চমক হলেই ব্যাবসা হয়
এই যে দেখ এখন আমি সাম্যবাদ
সাদাকালোর ভেলকিটাই আসল ফাঁদ।
নারী তুমি ভুল বোঝনা অধম বলে
যে কথাটা বলতে চাইছি কাব্য ছলে
বুঝতে যদি পার তুমি তবেই ধন্য
ভোগবাদের চোখে সবই কেবল পণ্য।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
বাকপ্রবাস বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ জানবেন
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯
অন্ধবিন্দু বলেছেন:
জালে আটকা পড়ে গেছে। বুঝতে পারলেও আর উপায় থাকে না ...
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
লাবনী আক্তার বলেছেন: নারী তুমি ভুল বোঝনা অধম বলে
যে কথাটা বলতে চাইছি কাব্য ছলে
বুঝতে যদি পার তুমি তবেই ধন্য
ভোগবাদের চোখে সবই কেবল পণ্য
ভাল লিখেছেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তবধর্মী একটি কবিতা -- আমার ভীষণ ভীষণ ভাল লেগেছে --- এখন এরই প্রতিযোগিতা চলছেরে ভাই ---- ভাবতেই খুবই কষ্ট লাগে