নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# জীবনাংক

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯





আমার ভুলের হিসেব তুমি কেন কষবে

আমি মিলিয়ে নেব অংকটা দুইয়ে তিনে চার

একটু না'হয় ভুল হল দায়টা কেবল আমার

ফুলের সুখ যখন সে দক্ষিণা হাওয়ায় দোলবে।



ছিড়ে দিলাম লাটাই সুতো উড়ে যা ঘুড়ি

খুঁজে নে তোর সুখ বাড়ি, দিলাম আমি আড়ি।।



রোজই কতো অংক করো সবই কি আর মিলে?

আমার তেমন ক্ষতি নেই অংকের মিল না হলে

চাইলে তুমি কষতে পারো দুইয়ে তিনে ছয়

একটু আধটু বেশী হলে কি আর ক্ষতি হয়।



ছেড়ে দিলাম খাচার পাখী যা উড়ে যা

আর কতকাল বন্দী জীবন মুক্তির অপেক্ষা।



ঘুড়িরাও নেমে আসে ফুরোয় যখন দম

পাপড়ি খসে ফুলেরাও হয় অশোভন

হয়তো পাখী ফিরে আসে খাঁচা দেখবে বলে

সময় ভাবে বিফল সবই গেলাম আমি চলে।



ছুড়ে দিলাম স্বপ্ন গুলো খুঁজে নে পথ

স্বপ্ন তবু ঘুরে ফিরে আসে জীবন রথ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: হয়তো পাখী ফিরে আসে খাঁচা দেখবে বলে
সময় ভাবে বিফল সবই গেলাম আমি চলে।
সুন্দর লেখনী +++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন দাদা

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +

একটু বেশী দিলে কি সমস্যা হয় !

ভালো থাকবেন :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

বাকপ্রবাস বলেছেন: দাদা খুবই ধন্যবাদ জানবেন, লিখতে পারিনা এটা সত্য তাই কম পোষ্ট করা হয়, আর অপরাধ বোধে ভুগি সময় এবং অস্থির স্বভাবের জন্য ব্লগ পড়িনা, শুধু পোষ্ট করি, আমি যানি এটা অন্যায়, ভাল থাকবেন।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতা পড়ে ভাল লাগল । :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

বাকপ্রবাস বলেছেন: যাক কমেন্ট শেষ করতে পেরেছেন, আমি এক গামলা কালি পাঠানোর ব্যাবস্থা করছি, আচ্ছা করে লিখতে থাকুন, ধন্যবাদ জানবেনা, কলমের কালি শেষ

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৬

দুখাই রাজ বলেছেন: চমৎকার কবিতা । শুভ সকাল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

বাকপ্রবাস বলেছেন: দুখাইদা অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

অন্ধবিন্দু বলেছেন:
জীবনের অংক এতো সহজে কী আর মেলে !
ভালো আছেন নিশ্চয়ই, বাকপ্রবাস।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল, খোশ মেজাজে আছি, ছুটিতে যাচ্ছি, কোরবানীর গরুর লেজ ধরব, কন্যার সাথে দেখা হবে, সব মিলে উড়ো উড়ো মন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.