নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাত সকালে বৃষ্টি তুমুল ভাবছে খোকা শুয়ে
ছাতা আছে একটি মোটে বাবা যাবেন নিয়ে।
আজ তবে নেই ইস্কুল কি’যে মজা হবে
থামতে থামতে বৃষ্টি যখন দুপুর হয়ে যাবে।
উঠরে খোকা দেখতো চেয়ে কেমন সুন্দর রোদ
মায়ের ডাকে ভাংল ঘুম স্বপ্ন ছুটে বুদ!
ঢুলু ঢুলু ঘুমের চোখে বর্ষা এল যেন
কোথায় গেল সুখের বৃষ্টি রোদ উঠল কেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবে saudi probashi ashraf ভাই
অবেশেষ ঠিক তাই, খোকা স্কুলে যায়
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
শাবা বলেছেন: চমৎকার ছড়া, ভালো লাগলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন শাবাপু
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: ছোটবেলায় এমনই মনে হত ভ্রাতা
ভালো থাকবেন
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই
চলেন আবার ফিরে যাই
ছোটবেলায়
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৩
আমি ইহতিব বলেছেন: মিষ্টি শৈশবের দুষ্টু দুষ্টু ভাবনা কবিতার ছন্দে ভালো ফুটিয়ে তুলেছেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
বাকপ্রবাস বলেছেন: আপু ধন্যবাদ জানবেন আর পিচ্চিকে অনেক অনেক আদর
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
কলমের কালি শেষ বলেছেন: আহারে ছোটবেলার মজা । চমৎকার কবিতা ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
বাকপ্রবাস বলেছেন: আহারে কলমের কালি শেষ হইয়া গেলরে
...........ধন্যবাদ জানবেন খুব করে
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: ভালই হলো...খোকা এবার স্কুলে গেল।