নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

এক দফা এক দাবি

১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪


ভাইবার গেছে
সংগে নিছে ট্যাংগো
আমরা যারা বৈদেশ করি
কি'যে হবে আমগো।

বউ এর লগে পিরীত করি
তবুও আসে বাঁধা
রুবেল যখন বিলাই মারে
হ্যাপি কিন্তু রাধা।

রেমিটেন্সে দেশের চাকা
ঘুরে সবাই জানি
আমগো পিরীত ভংগ হইলে
টানবা কিন্তু ঘানি।

থাকতে সময় ওপেন কর
ভাইবার আর ট্যাংগো
নইলে কিন্তু রেমিটেন্স বন্ধ
দোষ দিওনো আমগো।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ বেশ বেশ থাকতে রেশ
হোক শুরু তবে একদফা- ভাইবার
নতুন আন্দোলনে সাইবার
না জানি উল্টে যায় সরকার!!!! ইয়েসস ;) B-) :D

১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

বাকপ্রবাস বলেছেন: আসুন তবে হোক মিছিল
পথটা যতই হোক পিছিল
পিরীত হবে ঘরে ঘরে
গেনজাম চাইনা সাইবারে

(ধন্যবাদ জানবেন কিন্তু)

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভাইবার আর ট্যাঙগো নিয়ে বেশ মজাদার ছড়া বানিয়েছেন। যারা আমরা প্রবাসী তাদের কাছে এই দুটোর গুরুত্ব অপরিসীম। কিন্তু এদুটোর উপর কেন কুদৃষ্টি পড়েছে জানি না। প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও, প্রবাসীদের সচল রাখতে কোন সরকারই সামান্যতম উদ্যোগ নেয় না। এটা বড়ই দুঃখজনক। আপনার ব্যাঙ্গাত্মক ছড়া খুব ভালো লাগলো বাকপ্রবাস। নিরন্তর শুভ কামনা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন দীর্ঘ মন্তব্য করেছেন কষ্ট করে

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০

আবিরমোসলেম বলেছেন: দারুন লিখেছেন।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

এস এম ইসমাঈল বলেছেন: তা ভালো, ভালো বেশ, ভাইবার বিহীন থাকুক দেশ,

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা
এইতো দেখি
তেলা মাথায়
আস্ত তেলের থালা

ধন্যবাদ রইল

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা... বেশ চমৎকার রম্য ।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

বাকপ্রবাস বলেছেন: হুম, অভ্যাস হয়ে গেছে সমসাময়িক ঘটনার উপর যা তা লিখার, খুবই ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.