নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# ফিরে এসো বাবা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১


আমার এখন অনেক টাকা
এইযে দেখ হাতে
আর হবেনা তোমার আমার
কষ্ট ডালে ভাতে।

আব্বু তুমি চলে এসো
আর যেওনা দূরে
রাত্রি হলে আম্মু কাঁদে
আমায় জড়িয়ে ধরে।

সত্যি বলছি এইযে দেখ
অনেক টাকা আমার
সব তোমাকে দিয়ে দেব
চলে এসো এবার।

(উমামা অনেক টাকা জমিয়েছে, আব্বুকে ফোনে বলবে চলে আসার জন্য, এই টাকা সে আব্বুকে দিয়ে দেবে, টাকার জন্য আর বিদেশ কাটাতে হবেনা)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আপনার কবিতা পড়ে আমার অকাল প্রয়াত সন্তান এর কথা আরেকবার মনে হল। ৭ বছর আগে মাত্র ৭ বছর বয়সে ও চলে গেছে না ফেরার দেশে। সেই সময় টাকার অভাবে সন্তানটার সঠিক চিকিৎসা করাতে পারিনি, অনেক শখ মেটাতে পারিনি। আর এখন টাকার সমস্যা নেই সত্য, কিন্তু তাকে ছাড়া সব মূল্যহীন মনে হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

বাকপ্রবাস বলেছেন: আসসালামুআলাইকুম, আপনার সন্তান নিশ্চয়ই বেহেস্ত এর ফুল হয়ে আছেন, আপনাদের সুস্থতা কামনা করি।
আমার মেয়েটার জ্বর, একটু আগে বাসায় ফোন করেছিলাম তখন তার কথটা শুনলাম, শুনতে শুনতেই লিখা
ধন্যবাদ আপনাকে

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আপনার ও আপনার মেয়ের জন্যও দোয়া রইল। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.