নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা দু'জন একই ক্লাশে পড়ি
একই পাড়ায় কাছাকাছি বাড়ি
আসতে যেতে দেখা হতো রোজ
আড়াল হলে হয়নি তবে খোঁজ।
আমি যখন স্কুলের পাঠ চুকে
গুনগুনিয়ে কলেজ গেলাম ঢুকে
তখন তোমার বিয়ের তোড়জোড়
কেমন যেন লাগল মনে ঘোর।
সেইযে কবে দেখা হয়নি আর
বছর পরে দেখেছি একবার
যাচ্ছ তুমি বরের হাত ধরে
দেখেও তুমি দেখলেনা ভান করে।
আজকে হঠাৎ হাঁটছিলাম আনমনে
পেছন হতে ডাকল কোনজনে?
তাকায় ফিরে নেইতো কেউ আর
তবুও কেন তাকাচ্ছি বার বার!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। শুভেচ্ছা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
বাকপ্রবাস বলেছেন: ভীষণ ধন্যবাদ নেবেন হাসান মাহবুব ভাই
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০০
ভারসাম্য বলেছেন: রবীন্দ্রনাথের ছোঁয়া পেলাম যেন! :p
+++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
বাকপ্রবাস বলেছেন: হুম, আছে, রবিন্দ্রনাথ এমন একটা বৃক্ষ যার ছায়া আজও দিয়ে যায়, আসলে লিখতে চাইছিলাম হাসির একটা ছড়া, বাট ছন্দটা মিলাতে গিয়ে এটা লিখে ফেললাম। শুরু করেছিলাম এই দুটা লাইন দিয়ে বাট আর এগুতে পারিনি।
আমি একটু ইংরেজিত কাঁচা
পারলে একটু বুঝে শুনে দিও
…………………………….
…………………love you
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯
নিলু বলেছেন: লিখে যান
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২১
বাকপ্রবাস বলেছেন: দোয়া করবেন ভাইযান
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দময়তায় ভালো লাগা জানবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল দিশেহারা রাজপুত্র
যদিও আমরা তোকাই গোত্র
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বিশেষ
কলমের কালি শেষ
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
তুষার কাব্য বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা ।