নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোকে নিয়ে একটা কবিতা কিংবা ছড়া
লিখা হয়না আর আমার মন দিয়া
তবুও তুই আমার সাদিয়া।
তুই আমার সকাল দুপুর ধুপুর ধাপুর ঢেউ
তোর জন্য কেমন জ্বালা জাবেনাতো কেউ।
তুই আমার দিন রাত হঠাৎ হঠাৎ একটু দেখার স্বাধ
তোর জন্য হাজার হাজার মনের ভেতর চোরা বালির বাঁধ।
এসবে তোর যায় আসেনা কিছুই; উতালা হবেনা তোর হিয়া
তবুও তুই আমার সাদিয়া।।
তপ্ত বালির ঘূর্ণিপাকে দিক ভ্রান্ত আমার মরুর পথ
যানতে চাওনি তুমি; আমিও কখনো চাইনি তোমার মত।
তোমার আকাশ শুভ্র সফেদ মেঘ হতে চাইনি তাই
এখনো মরা নদীতে জাগে ডেউ; তীরে আছড়ে পড়তে চায় ।
সাহস হয়নি কখনো পথ আগলে বলে দেব আজ; প্রিয়া
তবুও তুই আমার সাদিয়া।।
হয়তো জানবেনা কোনদিন কোথায় কে ভাবছে তোর কথা
গভীর রাতে দিবাস্বপ্ন দেখতে দেখতে হবেনা ঘাড় ব্যাথা।
অপিষের কাজ ভুল করে শুনতে হবেনা কোন বকাঝোকা
সবার মাঝে থেকেও তবু লাগবেনা তোর একা একা।
ভিড়বেনা নাও আর কোনদিন শাহপরীর দ্বিপ গিয়া
তবুও তুই আমার সাদিয়া।।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।+++