নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ সকালে পাখির গানে
ভাংত আমার ঘুম
আজকে হঠাৎ গুলির শব্দ
সাতান্ন জোয়ান খুন।
সেই থেকে পাখ পাখালি
গাইলনা আর গান
নদীর জলে ভেসে গেল
হাজার হাজার প্রাণ।
ফুলের দেশ পাখির দেশ
রইল কেবল নামে
রোজই শুনি পড়ছে লাশ
এখানে আর সেখানে।
আবার কবে আসবে ফিরে
আমার সোনার দেশ
সাত সকালে গাইবে পাখি
থাকবেনা আর দ্বেষ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
বাকপ্রবাস বলেছেন: হুম ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই, আমিও কনফিউজড ছিলাম, আমি যদিও ব্যাকরণ মেনে লিখতে পারিনা তবুও মাঝের মধ্যে শব্দ গণনা করে লিখার চেষ্টা করি, তাই অমনটা হয়েছে
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: কবে যে পাখিরা আবার সাত সকালে গেয়ে উঠবে আল্লাহ্ মালুম। তবে সবাই সেই অপেক্ষায়ই আছি। বহুততো হল এবার কেন তারা ক্ষ্যামা দেয় না কে জানে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
বাকপ্রবাস বলেছেন: স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্ব্প্ন দেখে মন
ধন্যবাদ জানবেন প্রিয়
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
আবার কবে আসবে ফিরে
আমার সোনার দেশ
সাত সকালে গাইবে পাখি
থাকবেনা হিংসা বিদ্বেষ।
শেষ লাইনে আমি লিখতাম থাকবেনা বিদ্বেষ ।