নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# বিচার তোমার হতেই হবে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০



যেখানেই যাও তুমি শত সহস্র মাইল দূরে
সাতান্নটা প্রাণ দেখবে তুমি ঘুরে ফিরে
ছাড়ছেনা তোমাকে, কোন মতেই ছাড়ছেনা
পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।

যে রূপেই থাক তুমি মানব কিংবা দানবে
যত শক্তি হোক তোমার অসূরের সৌরভে
পাচ্ছনা রেহায় তুমি, কোন মতেই পাচ্ছনা
পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।

জ্যান্ত হোক মৃত হোক, পঁচে গলে পোকা হোক
হোক শষাণ-কবর হোক, যেভাবেই ছক করা হোক
হচ্ছেনা অবসান, সাতান্নটা প্রাণ কিছুতেই ছাড়ছেনা
পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।

বিচার তোমার হতেই হবে, হোক যেখানে যেভাবে
শত সহস্র বছর পর হলেও কাটগড়াতে তোমাকে দাঁড়াতেই হবে
এই মাটির সাথে বেঈমানির প্রতিদান তুমি এড়াতে কোনমতেই পারছনা
পিলখানা পিলখানা পিলখানা, পিলখানা তোমাকে ছাড়ছেনা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

আমি বন্দি বলেছেন: শ্রদ্ধা জানাই তাদের চিরতরে ঘুমিয়ে থাকা সেই সেনাবাহিনীর সেনাদের।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

বাকপ্রবাস বলেছেন: আল্লাহ তাদের কবুল করুন শহীদ মর্যাদায়, আর আমরা যেন অরক্ষিত না হয় তার জন্য সবাইকে সচেতন হতে হবে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

অন্ধবিন্দু বলেছেন:
হা, বাকপ্রবাস। বিচার হচ্ছে ...
কোনও ছাড় নাই

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কলমের কালি শেষ বলেছেন: পিলখানা পিলখানা পিলখানা, পিলখানা তোমাকে ছাড়ছেনা।

হুম ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

সুমন কর বলেছেন: বিচার তোমার হতেই হবে, হোক যেখানে যেভাবে
শত সহস্র বছর পর হলেও কাটগড়াতে তোমাকে দাঁড়াতেই হবে
এই মাটির সাথে বেঈমানির প্রতিদান তুমি এড়াতে কোনমতেই পারছনা
পিলখানা পিলখানা পিলখানা, পিলখানা তোমাকে ছাড়ছেনা।

ভালো বলেছেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্রোহের কবিতায় ভালো লাগা।
+++

যদি কোন নিরপরাধ শাস্তি পায় তবে এই পৃথিবীর ভারসাম্যহীন হয়ে যায়। তাই বিচার হবেই। আজ হোক বা কাল। এ জগতে বা অন্য কোথাও। শুধু বলতে পারি নিষ্পাপ অশ্রুবিন্দু ভূপাতিত হতে পারে তবে তার মাঝে থাকা হাহাকার কানে বাজে। বড্ড বেশি বাজে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.