নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাপ একটা কিনেছিলাম
দশটা টাকা দিয়া
আমায় দেখে মুখটা তোমার
দিলে ঘুরাইয়া।
আজকে তোমার প্রেম উতালা
কাল কোথায় ছিলে
অনেক কথা কানে আসে
খাচ্ছি রোজ গিলে।
কি হয়েছে লক্ষি সোনা
কিসের এমন কথা
বুকের মাঝে চেপে ধরে
পাচ্ছ ভীষণ ব্যাথা।
সত্যি বল কালকে তুমি
রমনা পার্ক যাওনি?
রত্নার সাথে হেসে হেসে
ফুচকা গিলে খাওনি?
কে বলেছে আজব কথা
করছে কান ভারি
আমিও তবে যাচ্ছি চলে
দিলাম আজ আড়ি।
এই শোন কাছে এসো
ফুল গুজে দাও খোপায়
এখন থেকে রোজই এমন
একটা গোলাপ চাই।
একটা কেন দশটা দেব
যদি তুমি চাও
দেখি এবার টিয়া পাখি
একটু হাসি দাও।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৭
বাকপ্রবাস বলেছেন: অ সেলিম আনোয়ার ভাই
গোলাপ পেলামনা বাজার ঘুরে
ধন্যবাদ দিলাম তাই
২| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:১১
সোহানী বলেছেন: হাহাহাহা গোলাপ ঘুষ.......... ঘুষ দেয়া ও নেয়া উভয়ই স্বাস্থ্যের জন্য ভালো.....
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৮
বাকপ্রবাস বলেছেন: তাই বলে রোজ রোজ
দশ টাকা গচ্চা
বছরে একটা দিলেই হয়
প্রেম যদি সাচ্চা
৩| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:১২
এনামুল রেজা বলেছেন: মজা পেলাম আপনার ছড়া পড়ে।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন এনামুল রেজা ভাই
যদি গোলাপ চান তাহলে আমি নাই
৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: গোলাপ লাগবে না।
ছন্দময়তা ভালো লাগল।
৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৩
এনামুল রেজা বলেছেন: নাহ, গোলাপ চাইবোনা।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ছন্দময় । সুন্দর +