নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা নাকি দেশের জন্য
করছ অবরোধ
একটু ক্ষতি পুষিয়ে নেবে
আসলে আবার জোট।
তোমরা নাকি পাখির মতো
মারছ মানুষ রোজ
দেশের জন্য করছ সবই
দিচ্ছ খুনের ডোজ।
তোমরা নাকি দেশের জন্য
বিলিয়ে দিচ্ছ প্রাণ
যে করেই হোক ফেসিজিমের
চাইছ অবসান।
তোমরা নাকি শান্তি চাও
লগী বৈঠার শানে
জনমুখে কুলুপ এটে
মুখর দেশের প্রেমে।
আমরা কি তবে অন্ন পাব
হবে বাসস্থান?
আমরা যারা পথে থাকি
নিরন্ন ভাসমান।
নাকি তোমরা খেলছ শুধু
জেদা-জেদির খেলা
আমরা যেমন তেমন রব
বেঁচে থাকার জ্বালা।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৪
বাকপ্রবাস বলেছেন: অবশ্যই প্রত্যেকে সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে, প্রথম কাজটা হল তাদেরকে আমরা গণনায় আনলাম কিনা, আমাদের যতো আন্দোলন, দাবী দাওয়া এসব কিন্তু এদরে কেন্দ্রিক নয়, তাদের কোন দাবী দাওয়া নাই, পুরন হবার নিশ্চয়তাও নাই, তাদের ভোট নাই জোট নাই
২| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নাকি তোমরা খেলছ শুধু
জেদা-জেদির খেলা
আমরা যেমন তেমন রব
বেঁচে থাকার জ্বালা।
খাঁটি সত্য কথা।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন রেজওয়ানা আলী তনিমা আপু
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
এদেরকে সুন্দর জীবন দিতে হলে, আপনাকে আমাকে অনেক কিছুর দায়িত্ব নিতে হবে।