![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়ি বাড়ি থেকেও যারা রত্রি ভর নিদ্রাহীন
অর্বাচিন
কিসের এতো হিসেব নিকেষ পাওয়া না পাওয়ার হাপিত্তেস
অন্তহীন।
আমরা যারা থাকি পথে দেখ কত আছি সুখে
ভাবনাহীন
ইটের পরে মাথা দিয়ে দিচ্ছি কত রাত কাটিয়ে
স্বপ্নহীন।
বাড়ছে তোমাদের টাকার পাহাড় ন্যায় নীতির করছনা ধার
বোধহীন
করছ কেবল আহজারী দূর্নীতি আর ছলছাতুরী
রাত্রিদিন।
কি আর হবে এসব করে মিশবে ধুলায় দুদিন পরে
আসছে দিন
ঘুম সেদিন আসবে হেসে থাকবেনা কেউ তোমার পাশে
সংগীহীন।
বলছি কি তাই একটু ভাবো তুমি আমি কেউনা রব
চিরদিন
পরহিতে নাইবা এলে তবে মিছে জন্ম নিলে
অর্থহীন।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫
বাকপ্রবাস বলেছেন: চিন্তা করি আমাকে সেলারী কেন দেয়
২| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
ডাকাতী করতে করতে তারেক, কোকো ক্লান্ত হয়ে গেছে; একই অবস্হা খালেদা জিয়ার।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৮
বাকপ্রবাস বলেছেন: পুকুর দেখলেন সমুদ্র দেখলেননা,
শেয়ার বাজার
ব্যাংক খোড়া
কুইক রেন্টাল
পদ্মা সেতু
..............................
৩| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন । দারুন কবিতা ।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৯
বাকপ্রবাস বলেছেন: সেলিম আনোয়ার ভাই খুবই ধন্যবাদ জানবেন
৪| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৬
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধেয় বড় ভাই ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৯
শায়মা বলেছেন: হুম রোজ রোজ অফিসে বসে কাব্য চর্চা তাইনা ভাইয়া?