নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

দাও ফিরে এনালগ লও এই ডিজিটাল

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৪



এনালগের গন্ডী ছেড়ে সরকার ডিজিটাল

তাই এখন গুম হয়ে যায় বড় বড় মাল।



ইলিয়াস আসবে ফিরে নাইযে আশা তাই

সালাহ উদ্দিন আছে হয়তো সেই আট বস্তায়।



এই আমাদের ডিজিটালের নমুনা বিশেষ

বলতে গেলে অনেক কথা হবেনাতো শেষ।



ডিজিটালের নিয়মে যেমন হয়ে গেল ভোট

কুকুর বেড়াল ঘুরে কেন্দ্রে সীল মারে ভুত।



ব্যাংক বীমা ডিজিটাল তাই সুড়ঙ্গ খুড়ে

ভল্টের টাকা যায় কোথায় চটের বস্তায় ভরে!



ডিজিটাল মন্ত্রী হলে আছে পারমিশান

বক্তৃতা মঞ্চে ঘুম আর প্রকাশ্যে ধুমপান।



কথায় কথায় হুমকি আর চলছে জেল জুলুম

থাকি ভয়ে ধরবে ঘাড়ে বলবে হালুম হুলুম।



কে জানতো একেই বলে সরকার ডিজিটাল

এনালগ ছুড় এখন পাছায় মরিচের ঝাল।



চাইনা বাপু ডিজিটাল আর এনালগ দাও ফিরে

ছেড়ে দে মা কেঁদে বাঁচি ধরিসনা আর ঘাড়ে।



ঘাড়ে আমার ভীষণ ব্যাথা নড়া চড়া নাই

মা জননী থাক ডিজিটাল এনালগই চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.