নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি আজ পড়ছে পড়ুক
ঠান্ডা লাগুক আজ তোর
অঝোর ধারায় ঝরছে ঝরুক
আজ তোর লাগুক ঘোর।
বৃষ্টি পড়ুক তোর গালে
তোর ঠোটে তোর চুলে
বৃষ্টি পড়ুক তোর মুখে
তোর নাকে তোর বুকে।
বৃষ্টি পড়ুক তোর ছাদে
তোর জামায় তোর কাঁধে
বৃষ্টির জল তোর মনে
যাওয়া আসা হোক অবাধে।
বৃষ্টি পড়ুক কার্ণিশে তোর
একটা কাক ভিজছে ভিজুক
পাশের বাড়ির টিনের ছাদে
ঝম ঝমিয়ে বৃষ্টি পড়ুক।
বৃষ্টি পড়ুক তোর পাড়ায়
তোর রাস্তায় বৃষ্টি পড়ুক
এক দিন বৃষ্টিতে বিকেলে
অঞ্জন দত্ত বাজতে থাকুক।
বৃষ্টি পড়ুক আজকে কেবল
পড়ুক বৃষ্টি তোর জন্যে
আমি খুশি একটা ছড়া
লিখলে কেবল আজ ধন্যে।
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন, অঞ্জন, সুমন, নচিকেতা, শিলাজিৎ, রূপঙকর, এদের গান খুব শুনি, তাই আমার লিখায় ওদের প্রভাব খুব বেশী, যদিও মানটা ঠুনকো
২| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: নামটা অনেক সুন্দর হয়েছে।
/বৃষ্টিটা আজ তোর হোক/
+++
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১
বাকপ্রবাস বলেছেন: আজ এখানে খুব বৃষ্টি তাই মন উদাস, অপিষ এর কাজ ফেলে এটাই করছি হা হা হা
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: খুব সুন্দর ছন্দ
গান হতে পারে ভালো ।
শুভেচ্ছা