নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে যখন গাইছে সবাই স্বাধীনতার গান
আমার মনে শংকা জাগে স্বাধীন কি আর ছিলাম?
পুজীর খাতায় রুজি অধীন শেকল পড়া পায়
ধনী কেন আরো ধনী গরীবের ভাত নাই।
শাসন যখন শোষন করে স্বাধীন কি আর থাকে!
তোমরাই বল এমন হলে স্বাধীন বলে কাকে?
বল দেখি পেট্রোল বোমায় পুড়ছে কেন মা
একাত্তরের মতো আজও গুম হচ্ছে না?
আজও কেন ক্রস ফায়ারের খবর শিরোনাম
দুরুত্ব কি বাড়ছেনা রোজ ডানের সাথে বাম?
স্বাধীনতার মানে কি শুধু সভা সেমিনার!
রাত পেরোলেই হিন্দি গানে ভুলছিনা আবার?
হায়দার কেন সুর তুলে স্বাধীনতাকে খোঁজে
তবুও কেন রইছি সবাই বোধের চোখ বুজে।
স্বাধীনতার তকমা দিয়ে শেকল পড়ার গান
গাইবনা আর বেশুর সুরে যদি না জুড়ায় প্রাণ।
২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন কলমের কালি শেষ
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১২
কলমের কালি শেষ বলেছেন: স্বাধীনতার গানে ভাল লাগলো ।