নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কোন দিন হয় স্মৃতি বিভ্রাট
তুমি কি আসবে আবার কুমিরা ঘাট!
শঙ্খচিল এর ডানায় চড়ে আসব আবার ঘুরে ফিরে
সেই সোনালি বিকেল যখন ছিল তোমার আমার হাতের পর হাত।
আবার কি জাগবে চর মাঝ সমুদ্রে দেবে উকি নতুন সূর্যদয়
যদি কোনদিন; স্মৃতিরা আবার ফিরে পেতে চায় সেই জঞ্জাট
তুমি আসবে কি ফিরে আবার কুমিরা ঘাট!
বাতাসে উড়ে উড়ে তোমার চুল আর কিছু ভুল থাকনা পড়ে
আমরা গাইব শুধু সেই সব চেনা গান; শুনতাম আমি তোমার কোলে মাথা রেখে
তোমার হাতের আঙ্গুল আমার কপাল চুলে বুলিয়ে দিয়ে শঙ্কা মনে
আমার বেকার জীবন আর তোমাকে দেখতে আসার ঘরোয়া আয়োজন
তুমি করবে কি তখন; জানতে চেয়ে আমার নিরুত্তর জল চক্ষু জমাট
যদি কোন দিন হয় স্মৃতি বিভ্রাট, তুমি কি আসবে আবার কুমিরা ঘাট!
একমুঠো রোদ আর বাদাম খোসা, রিকশার হুক নিয়ে ঝগড়া বিবাদ
চেনা রাস্তায় ধরা পড়ার ভয় আর স্বপ্ন আঁকা রঙধনু কাঠপেন্সিল
মধ্যবিত্তের টানা পোড়ন তোমারও ছিল আমারও যেমন
এক শালিকে দুঃখ বাড়ে, কলা গাছটা স্বাক্ষী রেখে কত কত ঘর সংসার
করে করে হয়রান তবু, তুমি গেছ চলে তোমার পথ ধরে দিগন্তে শেষ বিন্দু হয়ে
তাকিয়ে থেকে থেকে নোনতা জল চোখে আমিও আজ উল্টো পথে,
সোনার হরিণ ধরব বলে মিশে গেছি জনস্রোতে, তবুও মাঝে মাঝে স্মুতিগুলো
আসে সাঁঝে, বসে বসে একা একা তোমাকে আবার দেখা, খোলা রেখে ভাবনা কপাট
যদি কোন দিন হয় স্মৃতি বিভ্রাট, তুমি কি আসবে আবার কুমিরা ঘাট!
©somewhere in net ltd.