নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলটা যদি বড়াই করে
ভুলটা কি আর গাছের ছিল?
ফুলের বড়াই ছড়ায় সুবাস
গাছ কেন তারে ফুটতে দিল।
সুবাস ভাবে তার টানেই তো
গুনগুনিয়ে ভ্রমর এলো,
ভ্রমর বলে কেমন করে
ফুলে ফুলে পরাগ হল?
এভাবেই তো চক্র ঘুরে
কেউ কারো নয় সবাই সবার,
বড়াই যদি করতেই হয়
ছাড়তে হবে অহম তাহার।
যে বানাল দিন দুনিয়া
আকাশ পাতাল পর্বত পাহাড়
সব বড়াই তো তারই সাজে
সাধ্য কার আর বড়াই করার।
©somewhere in net ltd.