নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগ করেছে টুম্পা মনি
গালটা ফুলে লাল
মিষ্টি ভেবে গপাস করে
মুখে পুরে ঝাল।
খেলবেনা আজ দিয়ার সাথে
ঝগড়া ছিল কাল
পুতুল বিয়ের ঘটকালিতে
ঘটক নাজেহাল।
আজ হলোনা রান্না পোলাও
মুখটা করে ভার
হাসছে সবাই কাণ্ড দেখে
টুম্পা মনি'টার।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ভাইযান
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মিষ্টি একটি কবিতা পড়লাম --- অসাধারণ হয়েছে -- একটু ভিন্নধর্মী কবিতা পড়তে দারুন লাগলো
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
বাকপ্রবাস বলেছেন: আপু আজ হঠাৎ অফিস এর কাজের ফাঁকে লিখা, সবার ভাল লেগেছে দেখে আমারও ভাল লাগছে, লিখার পর বুঝতে পারিনি এটা কি ভাল হয়েছে কিনা, তবে চেষ্টা করেছি মাত্রা ঠিক রাখতে
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮
এম এম করিম বলেছেন: চমৎকার ছড়ায় ভালো লাগা।
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন বড় ভাই
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন প্রামািনক দা, আপনার নেইম ফিঙ্গার মিসটেক আছে, ঠিক করে নেবেন
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । টুম্পা মনি আমার প্রিয় একজন ব্লগার ।
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪১
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সেলিম আনোয়ার ভাই, আমি আসলে ছন্দ মিলিয়ে নামটা দিয়েছি, এখন দেখি কাকতালিয় ব্যাপার হয়ে গেল
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: মজার। টুম্পা মণির রিয়্যাকশান দেখতে মঞ্চায়।
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪২
বাকপ্রবাস বলেছেন: বিষয়টা কাকতালিয়, টুম্পামনিকে আমার সালাম পৌঁছে দেবেন, আপনাকে অনেক ধন্যবাদ
৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
কাবিল বলেছেন: খুব ভাল লাগল
আশা করি এমন সুন্দর সুন্দর ছড়া উপহার পাব।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২২
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন, চেষ্টা থাকবে ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
সুমন কর বলেছেন: ভাল লাগল।