নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

টুম্পা মনির হাতে খড়ি

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৭





টুম্পা মনি পড়তে বসে

অ তে অজগর

না না আম্মু পড়বনা আর

লাগছে ভীষণ ডর।



বাংলা পড়া ছেড়ে তবে

ইঙরেজী বই খোলে

এ বি সি ডি হচ্ছে হাওয়া

যাচ্ছে কোথায় চলে।



দেখ আম্মু বইটা দেখ

পাতায় পাতায় ছেড়া

তারচে ভাল আরবী পড়ি

সিফারা আমপারা।



আম্মু বলে অংক শেখ

এক দুই তিন চার

টুম্পা মনি রইল বসে

মুখটা করে ভার।



কি হয়েছে টুম্পা মনি

মুখটা কেন কালো?

কেমন করে পড়ি বল

মশার কয়েল জালো।



ঢের হয়েছে থাক এবার

খেতে চল যায়

টুম্প মনি হাসে এবার

টা টা গুড বায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

কাবিল বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছড়া।

কেন জানি ছোটোদের ছড়া পড়তে আমার খুব ভাল লাগে।
আমিতো এখনও মাঝে মধ্যে খুব উৎসাহ নিয়ে ছোটোদের ছড়া পড়ি।

ছরায় +++++

০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ কাবিল ভাই, টুম্পা মনির আরো একটা আছে ওটাও দেখতে পারেন...........এইতো সেদিন দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.